প্রধানমন্ত্রীরদপ্তর
ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
16 DEC 2025 11:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ ডিসেম্বর ইথিওপিয়ায় তাঁর প্রথম সফর করেন। আদ্দিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ এক বিশেষ অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ শ্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’য় ভূষিত করেন। ভারত – ইথিওপিয়া অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে শ্রী মোদীর অসামান্য অবদান এবং বিশ্বনেতা হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য এই সম্মান প্রদান করা হ’ল।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বিশ্বের অন্যতম সুপ্রাচীন সভ্যতার কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি তাঁর কাছে অত্যন্ত মূল্যবান, তিনি গভীর নম্রতা ও কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করছেন। এই সম্মান প্রদানের জন্য শ্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি এবং সেদেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইথিওপিয়ার জাতীয় ঐক্য, সুস্থিতি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রধানমন্ত্রী ডঃ আবি-র ভূমিকা ও উদ্যোগের প্রশংসা করেন তিনি। জাতি গঠনের জন্য জ্ঞানের গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে ইথিওপিয়ার অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখতে পারা ভারতীয় শিক্ষকদের কাছে গৌরবের বিষয়।
যেসব ভারতীয় ও ইথিওপীয় যুগ যুগ ধরে দ্বিপাক্ষিক সম্পর্ক লালন করে আসছেন, প্রধানমন্ত্রী মোদী এই সম্মান তাঁদের উদ্দেশে উৎসর্গ করেন। এই সম্মান জ্ঞাপনের জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান। এই সম্মান প্রদান ভারত ও ইথিওপিয়ার ঘনিষ্ঠ অংশীদারিত্বের ক্ষেত্রে এবং উন্নয়নশীল দেশগুলির ইতিবাচক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক মাইলফলক।
প্রধানমন্ত্রীর সম্পূর্ণ ভাষণটি দেখতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204953®=3&lang=1
SC/SD/SB…
(रिलीज़ आईडी: 2206169)
आगंतुक पटल : 3