প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন

प्रविष्टि तिथि: 14 DEC 2025 5:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদি উৎসব হানুকার প্রথম দিনে সমাগত মানুষকে লক্ষ্য করে নৃশংস সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করেছেন। 

মর্মান্তিক এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে শ্রী মোদী ভারতের মানুষের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রিয়জনহারা পরিবারগুলিকে। তিনি জানিয়েছেন, এই গভীর দুঃখের মুহূর্তে অস্ট্রেলিয়ার মানুষের পাশে আছে ভারত।

এই বিষয়ে ভারতের অনড় অবস্থানের কথা পুনরায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্স বর্তমান এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইকে দৃঢ়ভাবে সমর্থন জানায় ভারত।

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী লিখেছেন :

“আজ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদি হানুকা উৎসবের প্রথম দিনে সমাগত মানষের ওপর নৃশংস সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছি। ভারতের মানুষের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাই পরিবারগুলিকে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। এই দুঃখের মুহূর্তে আমরা অস্ট্রেলিয়ার মানুষের পাশে আছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে চলে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানায়।”


SC/AP/NS…


(रिलीज़ आईडी: 2203948) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada