প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শিবরাজ পাতিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 12 DEC 2025 10:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শিবরাজ পাতিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শিবরাজ পাতিলকে একজন অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন,  তিনি জনসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, শিবরাজ পাতিলের মৃত্যুতে তিনি শোকাহত। তিনি বলেন, শিবরাজ পাতিল তাঁর দীর্ঘ জনজীবনে বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এবং লোকসভার অধ্যক্ষ সহ বিভিন্ন পদে দেশের সেবা করেছেন। সমাজকল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী বছরের পর বছর ধরে শিবরাজ পাতিলের সঙ্গে তাঁর বহু আলাপচারিতার কথা স্মরণ করে বলেন, কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন শিবরাজ পাতিল। সেটিই ছিল তাঁদের সাম্প্রতিকতম সাক্ষাৎ।

এক্স বার্তায় শ্রী মোদী বলেন:

"শিবরাজ পাতিলের মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন, দীর্ঘ জনজীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ এবং লোকসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজ কল্যাণে তাঁর বিশেষ অবদান ছিল। গত কয়েক বছরে তাঁর সঙ্গে আমার বেশ কয়েকবার আলাপ হয়েছে। কয়েক মাস আগে আমার বাসভভনে তিনি এসেছিলেন, সেটিই সর্বশেষ। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।

 

SC/PM/NS…


(रिलीज़ आईडी: 2202809) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Kannada , Malayalam