প্রধানমন্ত্রীরদপ্তর
আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষমজন দিবসে তাঁদের মর্যাদা, অভিগম্যতা এবং সুযোগ নিশ্চিত করায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
03 DEC 2025 4:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক বিশেষভাবে সক্ষমজন দিবসে তাঁদের মর্যাদা, অভিগম্যতা এবং সুযোগ নিশ্চিত করায় নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন। এরা, অর্থাৎ দিব্যাঙ্গজনেরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যমের স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের উন্নয়নে অবদান রাখছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। দিব্যাঙ্গজনেদের কল্যাণে আইন, সুগম্য পরিকাঠামো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সহায়ক প্রযুক্তি - প্রভৃতি নানা ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ একাধিক উদ্যোগ নিয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন।
এই মর্মে এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
SC/ AC /AG
(रिलीज़ आईडी: 2198526)
आगंतुक पटल : 2