প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী তামিলনাড়ুর শিবগঙ্গায় দুর্ঘটনায় প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন
प्रविष्टि तिथि:
01 DEC 2025 10:23AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর শিবগঙ্গায় দুর্ঘটনার কারণে প্রাণহানিতে শোকপ্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী এককালীন অনুদান হিসেবে নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে পিএমএনআরএফ থেকে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
“তামিলনাড়ুর শিবগঙ্গায় প্রাণহানির ঘটনা গভীর দুঃখজনক। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে আছি। আহতদের আরোগ্যের জন্য আমি কামনা করি।
নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান হিসেবে পিএমএনআরএফ থেকে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে : প্রধানমন্ত্রী @narendramodi ”
SC/AP/SG
(रिलीज़ आईडी: 2196806)
आगंतुक पटल : 3