স্বরাষ্ট্র মন্ত্রক
লাচিত বরফুকনের জন্মজয়ন্তীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য
Posted On:
24 NOV 2025 1:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আমাদের ইতিহাসের অন্যতম বীর যোদ্ধা লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই অনন্য সমরনায়কের অবিচল দেশপ্রেম, শৌর্য এবং সামরিক দক্ষতা মুঘলদের আক্রমণ থেকে উত্তর-পূর্ব ভারতকে সুরক্ষিত রাখার পাশাপাশি, সেখানকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেও রক্ষা করেছে। তাঁর জীবন দেশপ্রেমিকদের কাছে সবসময়ে আলোকবর্তিকা হয়ে থাকবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেছেন।
এই মর্মে এক্স পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
SC/AC/SB…
(Release ID: 2193547)
Visitor Counter : 4