প্রধানমন্ত্রীরদপ্তর
লচিত দিবসে লচিত বরফুকনের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
24 NOV 2025 11:31AM by PIB Kolkata
নতুন দিল্লি ২৪ নভেম্বর ২০২৫
লচিত দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লচিত বরফুকানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে সাহসিকতা, দেশাত্মবোধ এবং প্রকৃত নেতৃত্বের প্রতীক বলে বর্ণনা করেছেন।
এক্স সমাজ মাধ্যমে শ্রী মোদী বলেছেন,
“লচিত দিবসে আমরা লচিত বরফুকানকে সাহসিকতা, দেশাত্ববোধ এবং প্রকৃত নেতৃত্বের প্রতীক বলে স্মরণ করছি। তাঁর সাহসিকতা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। আসামের আদর্শ সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেছেন”।
“লাচিত দিৱসৰ দিনা আমি সাহস, দেশপ্ৰেম আৰু প্ৰকৃত নেতৃত্বৰ প্ৰতীক লাচিত বৰফুকনক স্মৰণ কৰো। তেওঁৰ বীৰত্বই প্ৰতিটো প্ৰজন্মক অনুপ্ৰাণিত কৰি আহিছে। অসমৰ অনন্য সংস্কৃতি ৰক্ষাৰ ক্ষেত্ৰত তেওঁ গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰিছিল।”
SC/AB/CS…
(रिलीज़ आईडी: 2193484)
आगंतुक पटल : 7