স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

‘অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস’-এর অধীন বিপুল পরিমান আন্তঃদেশীয় মেথ্যামফেটামিন মাদক চালান রোধে সাফল্যের জন্য এনসিবি এবং দিল্লি পুলিশের যৌথ উদ্যোগেকে সাধুবাদ অমিত শাহর

प्रविष्टि तिथि: 23 NOV 2025 5:34PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৩ নভেম্বর  ২০২৫

 


‘অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস’-এর অধীন বিপুল পরিমান আন্তঃদেশীয় মেথ্যামফেটামিন মাদক চালান রুখতে সাফল্যের জন্য মাদক নিয়্ন্ত্রণ ব্যুরো (এনসিবি) এবং দিল্লি পুলিশের যৌথ উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। 

এক্স সমাজ মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন, 
“আমাদের সরকার নজিরবিহীন গতিতে মাদক চোরাচালান চক্রকে ভাঙছে। মাদক চোরাচালানের বিরুদ্ধে উপর থেকে নীচ এবং নীচ থেকে উপর পর্যন্ত দুর্দম গতিতে অভিযান চালানো হচ্ছে। এরই সাফল্য হিসেবে নতুন দিল্লি থেকে ২৬২ কোটি টাকা মূল্যের ৩২৮ কেজি মেথ্যামফেটামিন মাদক আটক করা হয়েছে। ভারতকে মাদক মুক্ত করার প্রধানমন্ত্রী মোদীজীর লক্ষ্যকে সফল রূপ দিতে বিভিন্ন তদন্ত সংস্থার যৌথ সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হল এই অভিযান। এজন্য এনসিবি এবং দিল্লি পুলিশের যৌথ দলকে অভিনন্দন” ।

এক বিরাট সাফল্য হিসেবে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (ওপিএস) শাখা দিল্লি পুলিশের বিশেষ সেল (সিআই) আন্তঃদেশীয় মাদক চোরাচালান চক্রকে ভেঙে দিয়েছে। অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস-এর অধীন ২০-১১-২০২৫-এ দিল্লির ছত্তরপুরে একটি বাড়ি থেকে উচ্চমানের ৩২৮ কিলো মেথ্যামফেটামিন আটক করে। গত কয়েকমাস ধরে তদন্ত শাখা এবং কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে সুসংগঠিত মাদক চক্রের বিরুদ্ধে নিরন্তর অভিযান চালানো হয়। তারই সাফল্য হিসেবে এই বিপুল পরিমান মাদক আটক করা হয়েছে। 

এই ঘটনায় এক মহিলা সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নাগাল্যান্ড পুলিশের সহায়তায় নাগাল্যান্ডের এক মহিলাকে আটক করা হয়। সে তার বাড়িতে বিপুল পরিমান মাদক মজুত করে রেখেছিল। এই ঘটনার মূল চক্রীকে সনাক্ত করা হয়েছে। গত বছর দিল্লিতে যে সাড়ে ৮২ কিলোগ্রাম উচ্চমানের কোকেন আটক করা হয়, তার সঙ্গে সে জড়িত সন্দেহে এখন তাকে খোঁজা হচ্ছে। আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলির সঙ্গে যৌথ সমন্বয়ের ভিত্তিতে তাকে ভারতে প্রত্যপর্ণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। 

দিল্লিতে এপর্যন্ত এটি সবথেকে বড় মাপের মেথ্যামফেটামিন আটক করা হল। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, নানাবিধ ক্যুরিয়ার মারফৎ এবং বহুস্তরীয় যোগসাজসের মাধ্যমে এই মাদক চোরাচালানের কাজ হয়। ভারত এবং আন্তর্জাতিক বাজারে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিল্লিকে মূল ঘাঁটি হিসেবে বেছে নেয় চক্রীরা। 

সিন্থেটিক মাদক চোরাচালান ভেঙে দিতে অপারেশন ক্রিস্টাল ফোর্ট্রেস-এর অধীনে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বিরাট অভিযান হাতে নিয়েছে। মাদক চোরাচালান সনাক্ত করতে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এক্ষেত্রে তাদের জনসমর্থন জরুরি। কেউ যদি মাদক বিক্রি সংক্রান্ত কোনো খবর পান, তাহলে তাঁরা  MANAS- National Narcotics Helpline Toll Free Number-1933 জানান।

 


SC/AB/CS


(रिलीज़ आईडी: 2193482) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu