প্রধানমন্ত্রীরদপ্তর
জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকের ফাঁকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Posted On:
23 NOV 2025 2:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাৎ করেন। উষ্ণ আতিথেয়তা এবং এই বৈঠকের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্ট রামাফোসাকে ধন্যবাদ জানান তিনি। নতুন দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন শ্রী মোদী।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, দু'দেশের মানুষে মানুষে পারস্পরিক বন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এআই, ডিজিটাল গণ পরিকাঠামো এবং বিরল ধাতুর মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। পরিকাঠামো, প্রযুক্তি, উদ্ভাবন, খনিজ খনন এবং স্টার্টআপ-এর মতো ক্ষেত্রে পারস্পরিক বিনিয়োগের ব্যাপারে দুই নেতা একমত হন।
গ্লোবাল সাউথের কন্ঠস্বরকে তুলে ধরতে একযোগে কাজ করার ব্যাপারে দুই নেতা একমত হন। ২০২৬-এ ব্রিকস সম্মেলনে ভারতের সভাপতিত্বকে পুরোপুরি সমর্থন জানান প্রেসিডেন্ট রামাফোসা।
SC/MP/AS
(Release ID: 2193201)
Visitor Counter : 4