প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জি-২০ শীর্ষ বৈঠকে দ্বিতীয় পর্বের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 22 NOV 2025 9:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫

 


মাননীয়গণ, 

প্রাকৃতিক বিপর্যয় মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বছরেও বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হয়েছে। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে মজবুত করা প্রয়োজন। 

এই ভবনাকে সামনে রেখে ভারত তার জি-২০ সভাপতিত্বকালে বিপর্যয় বিপদ হ্রাস-সংক্রান্ত কর্মীগোষ্ঠী গঠন করেছিল। 

বন্ধুগণ, 

বিপর্যয় মোকাবিলার পাশাপাশি উন্নয়নকেও প্রাধান্য দেওয়ার লক্ষ্যে ভারত কোয়ালিশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই) গঠনের উদ্যোগ নিয়েছিল। সিডিআরআই-এর সঙ্গে মিলিতভাবে কাজ করার মাধ্যমে জি-২০ দেশগুলি একটি সুস্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে অর্থের যোগান, প্রযুক্তি ও দক্ষতা সুনিশ্চিত করতে পারে। 

বন্ধুগণ,

ভারত মনে করে, মহাকাশ প্রযুক্তির সুবিধা সব মানুষের পাওয়া উচিত। সেই কারণে আমরা জি-২০ ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপের প্রস্তাব দিয়েছি। এর ফলে, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি উপগ্রহ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্যাদি বিনিময় করতে পারবে। 

বন্ধুগণ, 

পরিবেশ-বান্ধব শক্তি বিশ্বের অগ্রগতির জন্য একান্ত আবশ্যক। এই ক্ষেত্রে বিরল ধাতুর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে ভারত জি-২০ ক্রিটিক্যাল মিনারেলস সার্কুলারিটি ইনিশিয়েটিভের প্রস্তাব দিয়েছে। এর ফলে পরিবেশের উপকারের পাশাপাশি যৌথ গবেষণার পথ প্রশস্ত হবে। 

বন্ধুগণ, 

জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য চ্যালেঞ্জের কারণে আমাদের কৃষি ক্ষেত্র এবং খাদ্য সুরক্ষা সঙ্কটের মুখে পড়েছে। বহু দেশে সার, প্রযুক্তি, ঋণ, বিমা এবং বাজার ধরার ক্ষেত্রে কৃষকরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। ভারত নিজেই এই সব সমস্যার মোকাবিলা করছে। 

ভারতে আমরা বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সুরক্ষা ও পুষ্টি সহায়তা কর্মসূচি চালাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা কর্মসূচিও আমরাই চালু করেছি। বৃহত্তম শস্য বিমা প্রকল্পও আমাদের দেশে চালু রয়েছে। খাদ্যর পুষ্টির ক্ষেত্রে আমরা শ্রীঅন্ন বা মিলেটের ওপর জোর দিচ্ছি। 

বন্ধুগণ, 

জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির একটি সর্বাত্মক কৌশল তৈরি করা উচিত, যার মাধ্যমে বিশ্বের পুষ্টি, জনস্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলার মতো ক্ষেত্রগুলি শক্তিশালী হবে। 

আপনাদের অসংখ্য ধন্যবাদ।

(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে)

 


SC/MP/AS


(Release ID: 2193143) Visitor Counter : 7