প্রধানমন্ত্রীরদপ্তর
জোহানেসবার্গে জি-২০ শীর্ষ বৈঠকে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
22 NOV 2025 10:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যোগ দেন। জি-২০ শীর্ষ বৈঠকে এটি প্রধানমন্ত্রীর দ্বাদশতম অংশগ্রহণ। বৈঠকের প্রথম দিনে উভয় অধিবেশনেই যোগ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের সফল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থিতিশীল আর্থিক অগ্রগতির ক্ষেত্রে কেউ আমাদের পিছনে ফেলে রাখতে পারবে না।” দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে পর্যটন, খাদ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এই গোষ্ঠীর কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই প্রথম আফ্রিকায় জি-২০ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেক্ষাপটে ভারতীয় সভ্যতার নানা দিক তুলে ধরেন তিনি। ৬টি ক্ষেত্রে ভাবনা-চিন্তা বিবেচনার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এগুলি হল –
• জি-২০ আন্তর্জাতিক পরম্পরাগত জ্ঞানভান্ডার গড়ে তোলা : এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মানবিকতার সমষ্টিগত জ্ঞান বিকশিত হবে।
• জি-২০ আফ্রিকা স্কিলস মাল্টিপ্লায়ার গঠন : এই কর্মসূচির লক্ষ্য হবে, আফ্রিকায় ১০ লক্ষ প্রশিক্ষিত তরুণের একটি পুল গড়ে তোলা। এর ফলে দীর্ঘস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত হবে।
• জি-২০ গ্লোবাল হেল্থকেয়ার রেসপন্স টিম গঠন : জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এই দল গঠন করা হবে এবং বিশ্বের যে কোনও অংশে স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁদের নিযুক্ত করা হবে।
• জি-২০ ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ গড়ে তোলা : এই কর্মসূচির মাধ্যমে কৃষি, মৎস্য, বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য ক্ষেত্রে উপগ্রহের মাধ্যমে পাওয়া তথ্যাদি উন্নয়নশীল দেশগুলির কাছে সরবরাহ করা হবে।
• জি-২০ ক্রিটিক্যাল মিনারেলস সার্কুলারিটি ইনিশিয়েটিভ : এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভাবন, সুরক্ষা সংক্রান্ত সরবরাহ শৃঙ্খলকে মজবুত করার পাশাপাশি উন্নয়নের পথ প্রশস্ত করা হবে।
• মাদক চক্রের মোকাবিলায় জি-২০ উদ্যোগ : এই উদ্যোগের মাধ্যমে মাদক পাচার প্রতিরোধ এবং মাদক নির্ভর অর্থনীতিকে ধ্বংস করা হবে।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এক অধিবেশনে ভাষণ দেন। খাদ্য সুরক্ষাকে মজবুত করার ক্ষেত্রে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন তিনি। এ প্রসঙ্গে মিলেটের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। নতুন দিল্লিতে জি-২০-র শীর্ষ বৈঠকে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন তিনি। দুটি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ এখানে দেখা যাবে -
http:// https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192879
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193042
SC/MP/AS
(रिलीज़ आईडी: 2193142)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam