পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

ঐতিহাসিক মাইলফলক: ভারতে জন্মলাভ করা চিতা 'মুখি' ৫টি শাবকের জন্ম দিল

Posted On: 20 NOV 2025 4:22PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০ নভেম্বর  ২০২৫


কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব প্রকল্প চিতার অধীন এক ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছেন। সমাজ মাধ্যম এক্স-এ শ্রী যাদব জানিয়েছেন, ভারতে জন্মানো ৩৩ মাসের প্রথম মেয়ে চিতা 'মুখি' ৫টি শাবকের জন্ম দিয়েছে। ভারতে চিতার পুনঃপ্রবর্তন উদ্যোগে যা এক ঐতিহাসিক মুহূর্তকে সূচিত করেছে। 

দেশে সাম্প্রতিক ইতিহাসে ভারতে জন্মানো চিতা সাফল্যের সঙ্গে প্রজনন করাকে এক্ষেত্রে  প্রথম উল্লেখযোগ্য ঘটনার আখ্যা দিয়েছেন শ্রী যাদব। তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে, এই জাতীয় প্রজাতির জন্য ভারতীয় আবাস ভূমি প্রজনন, স্বাস্থ্য এবং দীর্ঘকালীন স্থায়িত্বের এক সম্ভাবনার দিককে সূচিত করছে। 

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই উল্লেখযোগ্য ঘটনা আমাদের আশাবাদকে আরও শক্তিশালী করেছে যে, স্বয়ং সম্পূর্ণ এবং প্রজননগতভাবে বৈচিত্রময় চিতার বৃদ্ধি এখানে সম্ভব। তিনি জানিয়েছেন যে, মা ও শাবক উভয়ই ভালো আছে।

শ্রী যাদব আনন্দের সঙ্গে জানান, এই সাফল্য ভারতে চলতি সংরক্ষণ প্রয়াস এবং চিতা প্রকল্পকে ঘিরে ভবিষ্যৎ সম্ভাবনার বিশ্বাসকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে।     

 


SC/AB/CS


(Release ID: 2192257) Visitor Counter : 5