প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিহারের সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 20 NOV 2025 1:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। 

এক্স বার্তায় তিনি বলেছেন:

“বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন। তিনি একজন অভিজ্ঞ প্রশাসক, দীর্ঘ সময় ধরে তিনি সুশাসনের প্রমাণ রেখেছেন। তাঁর এই মেয়াদের জন্য তাঁকে আমার শুভেচ্ছা। 

@NitishKumar”

অন্য এক এক্স বার্তায় দুই উপমুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী এবং শ্রী বিজয় সিনহাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন :

“বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়ায় শ্রী সম্রাট চৌধুরী এবং শ্রী বিজয় সিনহাকে অভিনন্দন। দুই নেতাই মানুষের সেবা করার জন্য তৃণমূল স্তরে অনেক কাজ করেছেন। তাঁদের জন্য শুভেচ্ছা।

@samrat4bjp 
@VijayKrSinhaBih”

বিহারের নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“বিহার সরকারের মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁদের শুভেচ্ছা। নিষ্ঠাবান নেতাদের নিয়ে এই চমৎকার দল বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাঁদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।”

 


SC/SD/NS…. 


(Release ID: 2192087) Visitor Counter : 11