স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

হরিয়ানার ফরিদাবাদে উত্তরাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের ৩২তম বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 16 NOV 2025 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ১৭ নভেম্বর  ফরিদাবাদে সোমবার উত্তরাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের ৩২তম বৈঠকে সভাপতিত্ব করবেন।  উত্তরাঞ্চলীয় পরিষদে রয়েছে হরিয়ানা, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং চণ্ডীগড়। এই বৈঠকে ভারত সরকার, সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পদস্থ আধিকারিকরা যোগ দেবেন। হরিয়ানা সরকারের সঙ্গে মিলিতভাবে এই বৈঠকের আয়োজন করছে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্তঃরাজ্য পরিষদ সচিবালয়।


 ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের ১৫ থেকে ২২ ধারার আওতায় উত্তরাঞ্চলীয় আঞ্চলিক পরিষদ সহ ৫টি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। উত্তরাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের সভাপতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এবং সহ-সভাপতি হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। প্রতিটি সদস্য রাজ্য থেকে দু’জন করে মন্ত্রীকে মনোনীত করেন রাজ্যপাল। রাজ্যগুলির প্রস্তাবিত বিভিন্ন বিষয় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিষদের স্থায়ী কমিটিতে আলোচনার জন্য পেশ করা হয়। এরপর তা আলোচনার জন্য পেশ করা হয় আঞ্চলিক পরিষদে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টিম ভারত-এর ভাবনাকে তুলে ধরেছেন এবং এই লক্ষ্যে আঞ্চলিক পরিষদগুলি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মজবুত বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে এই পরিষদগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত ১১ বছরে বিভিন্ন আঞ্চলিক পরিষদ ও স্থায়ী কমিটিগুলির ৬৩টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র এবং সদস্য রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এক অনন্য মঞ্চ হিসেবে কাজ করছে আঞ্চলিক পরিষদগুলি। 


মহিলা ও শিশুদের ওপর যৌন নিপীড়নের মামলার দ্রুত তদন্ত, ফাস্ট ট্র্যাক বিশেষ আদালতের রূপায়ণ, পুষ্টি, শিক্ষা, বিদ্যুৎ, নগর পরিকল্পনার মতো বিভিন্ন বিষয়ে আঞ্চলিক পরিষদগুলির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়ে থাকে।  

 


SC/MP/NS….


(Release ID: 2190511) Visitor Counter : 7