শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত – কানাডা যৌথ বিবৃতি : ২০২৫ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বার্তালাপ
Posted On:
14 NOV 2025 9:22AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের আমন্ত্রণে কানাডার রপ্তানী প্রসার, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মন্ত্রী মনিন্দর সিধু ১১-১৪ নভেম্বর ভারত সফরে এসেছেন।
দুই দেশের প্রধানমন্ত্রী কানাডার কানানাসকিসে জি-৭ সম্মেলনের ফাঁকে যে পথনির্দেশ দিয়েছিলেন এবং চলতি বছরের ১৩ অক্টোবর দু’দেশের বিদেশ মন্ত্রী ‘আরও সুদৃঢ় অংশীদারিত্বের লক্ষ্যে নতুন গতি’ শীর্ষক যে যৌথ বিবৃতি জারি করেছিলেন, তার সঙ্গে সাযুজ্য রেখে দুই দেশের শিল্প মন্ত্রীদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বার্তালাপের সপ্তম সংস্করণের আয়োজন করা হয়।
দুই মন্ত্রী ভারত – কানাডা অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তি ও ধারাবাহিকতায় আস্থা প্রকাশ করে দ্বিপাক্ষিক আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং ভবিষ্যতমুখী প্রয়াসের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দুই মন্ত্রী উল্লেখ করেন যে, দ্বিপাক্ষিক পণ্য ও পরিষেবা বাণিজ্য ব্যাপকভাবে বেড়েছে। ২০২৪ সালে এর পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৬৬ বিলিয়ন ডলারে। এর মধ্যে পণ্য সামগ্রীর মূল্য ৮.৯৮ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগের সদ্ব্যবহার করতে তাঁরা বেসরকারি ক্ষেত্রের উপর জোর দেওয়ার আহ্বান জানান। দ্বিমুখী বিনিয়োগের প্রবাহকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, এর ফলে, ভারতে কানাডার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং কানাডায় ভারতীয় সংস্থাগুলির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু তাই নয়, এর সুবাদে দুই দেশেই হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দুই মন্ত্রী এক মুক্ত, স্বচ্ছ ও অনুমানযোগ্য বিনিয়োগ পরিবেশ বজায় রাখার এবং অগ্রাধিকারযুক্ত ও উদীয়মান ক্ষেত্রগুলিতে গভীরতর সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুই মন্ত্রী বলেন, বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে ভারত ও কানাডার সহযোগিতা, সুস্থিত বিকাশ ও উদ্ভাবনের চালিকাশক্তি হয়ে উঠেছে এবং এরফলে বাণিজ্যের নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। তাঁরা বিরল খনিজ ও দূষণমুক্ত জ্বালানী ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সরবরাহ-শৃঙ্খল গড়ে তুলতে অংশীদারিত্ব স্থাপনের উল্লেখ করেন। বিমান ক্ষেত্রে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর বিশেষ প্রয়াস নেওয়া হবে বলে তাঁরা জানান।
কৃষি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়ে দুই মন্ত্রী বহুমুখী ও নির্ভরযোগ্য সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
দ্বিপাক্ষিক অর্থনৈতিক সংযোগসাধনের গতিতে সন্তোষ প্রকাশ করে দুই মন্ত্রী একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি, দু’দেশের নাগরিকদের মধ্যে সংযোগসাধনকে উৎসাহ দেওয়ার উপরও জোর দেন তাঁরা।
ভারত ও কানাডার শিল্প ও বিনিয়োগ মহলের সঙ্গে মন্ত্রী পর্যায়ের যোগাযোগ অক্ষুণ্ন রাখতে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। নতুন দিল্লিতে এই আলোচনাকে গঠনমূলক ও ভবিষ্যতমুখী আখ্যা দিয়ে তাঁরা নিজেদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার অঙ্গীকার করেন।
SC/SD/SB…
(Release ID: 2189955)
Visitor Counter : 4