তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের সৃজনশীল অর্থনীতিকে মজবুত করছে ইন্ডিয়া জয় বি-টু-বি ২০২৫

Posted On: 11 NOV 2025 4:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫ 

 

ভারতীয় সিনেমা এবং ওয়েভস অ্যানিমেশন বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সফলভাবে আয়োজিত হ’ল – ইন্ডিয়া জয় বি-টু-বি ২০২৫। যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছিল ওয়েভস বাজার, প্রোডিউসার বাজার এবং আহা। 

এ বছর এতে অংশ নিয়েছিলেন ভারতের ১২০ জন বিক্রেতা এবং ৩৫ জন ক্রেতা। ওয়েভস অ্যানিমেশন বাজারে ১৮ জন উদীয়মান ক্রিয়েটরকে তুলে ধরা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু বলেন, “এর মাধ্যমে বিনোদন শিল্প উপকৃত হওয়ার পাশাপাশি, ভারতের বিনোদন বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এক মঞ্চে আনা সম্ভব হয়েছে। আইপিএল যেমন ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছে, তেমনই ওয়েভস-এর এই উদ্যোগ বিনোদন ক্ষেত্রে সৃজনশীলতা ও প্রযুক্তিকে পুরোপুরি বদলে দেবে। 
তরুণ উদ্ভাবকরা তাঁদের সৃজনশীলতার নানা দিক নিয়ে শ্রী জাজুর সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া’ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ২০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তরুণ উদ্ভাবকদের প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি ভারতের সৃজনশীল অর্থনীতিকে মজবুত করতে অঙ্গীকারবদ্ধ। ইন্ডিয়া জয় বি-টু-বি ২০২৫ সরকারের সেই অঙ্গীকারের বার্তাকে তুলে ধরছে। 

 

SC/MP/SB


(Release ID: 2189181) Visitor Counter : 2