স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লি বিষ্ফোরণের পর উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 11 NOV 2025 6:57PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১১ নভেম্বর, ২০২৫

 

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের  পর্যালোচনা বৈঠকের সভাপতিত্ব করেন।  

প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ কর্মকর্তা , জাতীয় তদন্ত সংস্থার মহানির্দেশক এবং দিল্লির   পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। জম্মু-কাশ্মীর পুলিশের মহানির্দেশক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন। দ্বিতীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, গোয়েন্দা সংস্থার ডিরেক্টর, জাতীয় নিরাপত্তা রক্ষী বা এনএসজির মহানির্দেশক, জাতীয় তদন্ত সংস্থার— এনআইএ-র মহানির্দেশক, ফরেনসিক সায়েন্স সার্ভিসেসের ডিরেক্টর, দিল্লির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির চিফ ডিরেক্টর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।      

বৈঠকের পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  সামাজিক মাধ্যম এক্সে  এক বার্তায় বলেছেন, " দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ  নিয়েছিলাম। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করার জন্য তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।  আমাদের সংস্থাগুলি এদের কাউকে পালাবার সুযোগ দেবে না। " 

 

SC/CB


(Release ID: 2189120) Visitor Counter : 3