তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইএফএফআই ২০২৫-এ শান্তি ও অহিংসাধর্মী উন্নতমানের চলচ্চিত্রকে সম্মান জানাতে আইসিএফটি – ইউনেস্কো গান্ধী পদক
Posted On:
09 NOV 2025 8:14PM by PIB Kolkata
মুম্বই, ৯ নভেম্বর, ২০২৫
৪৬ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউনেস্কোর আওতাধীন প্যারিসের আইসিএফটির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক পুরস্কার আইসিএফটি – ইউনেস্কো গান্ধী পদক চালু করা হয়। মহাত্মা গান্ধীর অহিংসা এবং শান্তির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নতমানের চলচ্চিত্রকে এই পদক দেওয়া হয়।
এবছর ১০টি চলচ্চিত্রের মধ্যে এই পদকের জন্য একটিকে বেছে নেবেন আন্তর্জাতিকস্তরের চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি জ্যুরি।
এই ১০টি চলচ্চিত্র হল :
ব্রাইড
চলচ্চিত্র নির্মাতা নাদিয়া ফলস-এর প্রথম ছবি ব্রাইডস প্রথম বার দেখানো হয় ২০২৫-এ সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। সেখানে ওয়ার্ল্ড সিনেমা (ড্রামাটিক) বিভাগে গ্র্যান্ড জ্যুরি পুরস্কারের জন্য তা মনোনীত হয়। এই ছবিটি ব্রিটিশ ও মুসলিম দুটি কিশোরীকে ঘিরে। বাড়ির অবাঞ্ছিত পরিবেশ ছেড়ে তারা বেরিয়ে পড়ে নতুন জীবন খুঁজতে। কিন্তু কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবার আগে তাদের পেরোতে হয় কঠিন সময়।
সেফ হাউস ( মূল শিরোনাম - Før market )
নরওয়ের নবীন প্রজন্মের চিত্র নির্মাতা এইরিক স্ভেনসেন- এর এই ছবি ৪৮ তম গ্যয়টবর্গ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ শ্রেষ্ঠ নর্ডিক ছবির শিরোপা পেয়েছে।
ছবিটি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ২০১৩-র গৃহযুদ্ধের পটভূমিতে নির্মিত।
হানা
কসোভো-র চলচ্চিত্র নির্মাতা উইকান হাইসাজের প্রথম ছবি এটি।
কসোভো-য় মহিলাদের একটি পুনর্বাসন কেন্দ্রের পটভূমিতে তৈরি হওয়া এই ছবি জীবনের যন্ত্রণার মোকাবিলায় শিল্প জগতের প্রাসঙ্গিকতা তুলে ধরেছে।
কে পপার
ইরানের অভিনেতা এব্রাহিম আমিনি চলচ্চিত্র নির্দেশক হিসেবে এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন। ছবিটি ২০২৫-এর তাল্লিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।
ইরানের এক কিশোরীর একটি প্রতিযোগিতায় যোগদানের জন্য দক্ষিণ কোরিয়ায় যাওয়ার ব্যাকুলতা এই ছবির মূল বিষয়।
দ্য প্রেসিডেন্স কেক (মূল শিরোনাম - Mamlaket Al-Qasab)
ইরাকের চলচ্চিত্র নির্মাতা হাসান হাদি-র প্রথম ছবি এটি। ২০২৫-এর কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।
ছবিটি ১৯৯০-এ ইরাকের পটভূমিতে তৈরি।
দ্য ওয়েভ (মূল শিরোনাম- La Ola)
চিলির বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও –র এই ছবি ২০২৫-এ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
এই ছবিতে ২০১৮-য় চিলিতে নারীবাদী আন্দোলনের প্রেক্ষিতে নির্মিত।
ইয়াকুশিমাস ইলিউশন (মূল শিরোনাম- L'Illusion de Yakushima)
জাপানের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব নাওমি কাওয়াসে-র এই ছবিতে আছেন লুকসেমবার্গের জার্মান অভিনেতা ভিকি ক্রিপস। ২০২৫-এর লোকার্নো চলচ্চিত্র উৎসব ছবিটি গ্লোডেন লেপার্ডের জন্য মনোনীত হয়।
জাপানের এক নারী‘চিহ্ন না রেখে অন্তরালে চলে যাওয়া’নিজের সঙ্গীকে খুঁজতে গিয়ে একটি বালকের জীবন বাঁচানোর জন্য যা করেছেন তার বর্ণনা ফুটে উঠেছে এই ছবিতে।
তানভি দ্য গ্রেট
অভিনেতা এবং নির্দেশক অনুপম খেরের এই ছবিটি নিয়ে আইএফএফআই-এর প্রিমিয়ারে যথেষ্ট আগ্রহ দেখা দিয়েছে।
অটিজম আক্রান্ত এক মহিলা, ভারতীয় সেনার প্রাক্তন কর্মী নিজের প্রয়াত পিতার স্বপ্ন পূরণে সিয়াচেন হিমবাহে জাতীয় পতাকাকে সম্মান জানাতে কিভাবে পৌঁছে গেলেন তাই নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
হোয়াইট স্নো
আগের বার গান্ধী পদক জয়ী প্রবীণ মোর্চালের উর্দু ছবি এটি।
এই ছবি পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছে।
বিমুক্ত (ইংরাজি শিরোনাম - In Search of the Sky)
জিতঙ্ক সিং গুরজরের এই ছবি টরোন্টো চলচ্চিত্র উৎসবে এনইটিপিএসি পুরস্কার পেয়েছে।
ব্রজভাষার এই ছবিতে তুলে ধরা হয়েছে এক প্রবীণ দম্পতির কথা, যাঁরা নিজেদের বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে থাকা সন্তানকে মহাকুম্ভ উৎসবে নিয়ে যাচ্ছেন সুস্থ করে তোলার আশায়।
SC/AC/SG
(Release ID: 2188316)
Visitor Counter : 4