প্রধানমন্ত্রীরদপ্তর
জাতীয় স্তোত্র “বন্দে মাতরম্” – এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ষব্যাপী উদযাপনের সূচনা অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী
Posted On:
07 NOV 2025 1:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় স্তোত্র “বন্দে মাতরম্” – এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বর্ষব্যাপী উদযাপনের সূচনা করেছেন। শ্রী মোদী বলেন, “বন্দে মাতরম্” নিছক একটি শব্দ নয় – এটি একটি মন্ত্র, এক শক্তি, এক স্বপ্ন এবং একটি সংকল্প। সমবেতভাবে “বন্দে মাতরম্” গাওয়াকে ভাষার অতীত এক মহতী অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, বহুস্বরের মধ্য দিয়ে একটি ছন্দ, এক ঐক্যবদ্ধ সুর, এক অভিন্ন রোমাঞ্চ এবং এক নিরবচ্ছিন্ন প্রবাহ ফুটে উঠেছে। আজকের দিনটিকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক আখ্যা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক ভাগ করে নিয়ে এক্স হ্যান্ডলে শ্রী মোদী বলেন, “আমরা ‘বন্দে মাতরম্’ – এর সার্ধশতবর্ষ পূর্তি উদযাপন করছি। এমন এক গান, যা প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে। দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছি”।
“দিল্লিতে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম্’ – এর সার্ধশতবর্ষ পূর্তির ঐতিহাসিক উদযাপন অনুষ্ঠানে সামিল হয়ে মনের মধ্যে এক নতুন শক্তি অনুভব করছি”।
“‘বন্দে মাতরম্’ – এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করে গর্ব অনুভব করছি”।
“এই উপলক্ষ্যে আমি একটি প্রদর্শনী পরিদর্শন করেছি, যেখানে ‘বন্দে মাতরম্’ – এর ঐতিহাসিক যাত্রা এবং তার সাংস্কৃতিক গুরুত্ব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে”।
“আজ ‘বন্দে মাতরম্’ – এর সার্ধশতবর্ষ পূর্তি সংক্রান্ত একটি ওয়েবসাইটের সূচনা করে খুব ভালো লেগেছে। এবার প্রত্যেক দেশবাসী তাঁর নিজের কন্ঠে এই অমর সঙ্গীত গাইতে পারবেন এবং এর সঙ্গে আত্মীয়তা অনুভব করবেন”।
“‘বন্দে মাতরম্’ – এর সমবেত গানের প্রতিটি স্তরে রাষ্ট্রভক্তি, একতা ও সমর্পণের অদ্ভূত সুর শোনা গেছে। এই আয়োজন আরও একবার সবাইকে অনুভব করিয়েছে যে, ‘বন্দে মাতরম্’ কেবল একটি গান নয়, এ হ’ল ভারতের আত্মার অভিব্যক্তি”।
“দাসত্বের সময়েই ‘বন্দে মাতরম্’ এই সংকল্পের নির্ঘোষ ছিল যে, ভারত স্বাধীন হবে। ভারতমাতার হাত থেকে দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়ে তার সন্তানরা নিজেরাই নিজেদের ভাগ্যবিধাতা হয়ে উঠবে”।
“‘বন্দে মাতরম্’ রচনায় বঙ্কিম বাবুর প্রতিটি শব্দ ও ভাবনার গভীর অর্থ রয়েছে, সেজন্যই এটি প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি সময়কালে প্রাসঙ্গিক”।
“আজ আমরা ১৪০ কোটি দেশবাসী সেইসব নাম না জানা বীরদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি, যাঁরা ‘বন্দে মাতরম্’ বলতে বলতে দেশের জন্য নিজের জীবন বলি দিয়েছিলেন”।
“‘বন্দে মাতরম্’ – এর প্রভাবে আজ আমরা আরও একবার সেই ভারতের স্বপ্ন সাকার করছি, যেখানে আমাদের নারী শক্তি রাষ্ট্র নির্মাণের প্রথম সারিতে রয়েছে”।
“নতুন ভারত মানবতার সেবায় যদি কমলা ও বিমলার স্বরূপ ধারণ করে, তা হলে আতঙ্কের বিনাশের জন্য তাঁরা দশপ্রহরণধারিণী দুর্গাও হতে জানেন”।
“আজকের প্রজন্মের এটা জানা দরকার যে, রাষ্ট্র নির্মাণের মহামন্ত্র ‘বন্দে মাতরম্’ – এর তাৎপর্যপূর্ণ পদগুলিকে কেন সরিয়ে দেওয়া হয়েছিল, এ অত্যন্ত অন্যায় হয়েছে”।
“বিকশিত ও আত্মনির্ভর হওয়ার দিকে জোরকদমে এগিয়ে চলা আমাদের দেশ আজ যখনই কোনও নতুন সাফল্য অর্জন করে, তখন গর্বে ভরে উঠে প্রতিটি ভারতীয় বলে ওঠেন, ‘বন্দে মাতরম্’”।
SC/SD/SB
(Release ID: 2187668)
Visitor Counter : 2