আয়ুষ
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস ২০২৫ পালন
Posted On:
07 NOV 2025 12:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে জন সচেতনতা এবং দ্রুত রোগ নির্ণয়ের উপর জোর দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশে মুখ ও স্তনের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্য, শারীরিক নিষ্ক্রিয়তা, মদ্যপান, পরিবেশ দূষণ সহ বিভিন্ন কারণে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন মানুষ।তাই রোগ প্রতিরোধে সচেতনতা ও সঠিক সময়ে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষত, স্তন ও মুখের ক্যান্সার দ্রুত নির্ণয় করা সম্ভব হলে, পুরোপুরি নিরাময় সম্ভব।
ধূমপান এড়িয়ে চলা, মদ্যপানে নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। কেন্দ্রীয় আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব ক্যান্সার মোকাবিলায় সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছেন। এই রোগের চিকিৎসায় সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে সম্মিলিত গবেষণার উপরেও তিনি জোর দেন।
ক্যান্সার সচেতনতা সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://ccras.nic.in/wp-content/uploads/2023/06/Cancer.pdf
SC/MP/SKD
(Release ID: 2187524)
Visitor Counter : 4