স্বরাষ্ট্র মন্ত্রক
পাটনায় ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের ভাষণ
Posted On:
07 NOV 2025 3:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৭ নভেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ পাটনায় ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শ্রী শাহ তাঁর ভাষণে বলেন, আজকের দিনটি হল ভারতের পুনর্জাগরণের দিন। কারণ, আজ থেকে ১৫০ বছর আগে এই দিনেই মহান স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন। তিনি বলেন, বঙ্কিমচন্দ্রের এই গানটির মাধ্যমে জাতীয় চেতনা গড়ে উঠেছিল এবং পরবর্তীকালে দেশের স্বাধীনতা সংগ্রামে এই গানটি প্রেরণা জুগিয়েছিল। তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রয়াসের ফলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত ১১ বছর ধরে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বহু স্বপ্ন পূরণ করা সম্ভব হয়েছে।
বন্দে মাতরম-এর চেতনাকে ছড়িয়ে দিতে দেশজুড়ে প্রচারাভিযানের উপর জোর দেন তিনি। এই লক্ষ্যে সামাজিক মাধ্যমে সবকটি ভাষায় ‘#VandeMataram150’ নামে একটি প্রচারাভিযান শুরু করা হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৩৬-এ বার্লিন অলিম্পিকের ফাইনালে ভারতীয় হকি দল বন্দে মাতরম গানটি গেয়েছিল এবং দেশের স্বাধীনতা অর্জনের পর গানটি আমাদের প্রেরণার মন্ত্র হয়ে ওঠে।
শ্রী শাহ বলেন, ২৪ জানুয়ারি, ১৯৫০-এ গণ পরিষদের শেষ অধিবেশনে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। দেশের বহু স্বাধীনতা সংগ্রামী বন্দে মাতরম শ্লোগান দিতে দিতে জীবন উৎসর্গ করেছেন বলে মন্তব্য করেন তিনি। শ্রী শাহ বলেন, স্বদেশী ছাড়া স্বনির্ভর ভারত গড়া সম্ভব নয়। বন্দে মাতরম-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে স্বদেশীর শপথ গ্রহণের জন্য দেশবাসীর কাছে আবেদন জানান তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
SC/MP/SKD
(Release ID: 2187523)
Visitor Counter : 5