প্রধানমন্ত্রীরদপ্তর
                
                
                
                
                
                    
                    
                        তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিবে প্রধানমন্ত্রীর প্রার্থনা
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                02 NOV 2025 10:10PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নতুন দিল্লি,  ২ নভেম্বর, ২০২৫
   
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিবে প্রার্থনা করেছেন।
প্রধানমন্ত্রী তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব দর্শনের বেশ কিছু ঝলক ভাগ করে নিয়েছেন। 
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন :
“এই সন্ধ্যায় তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিবে প্রার্থনা করা ছিল এক অনুপম স্বর্গীয় অনুভূতি। শিখ গুরুর মহান শিক্ষা সমগ্র মানব জাতিকে অনুপ্রাণিত করেছে। এই গুরুদ্বারের সঙ্গে শ্রী গুরু গোবিন্দ সিং জি-র অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, যার সাহস এবং ন্যায়ের প্রতি দায়বদ্ধতা অত্যন্ত প্রেরণাদায়ক।”
“তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিবে শ্রী গুরু গোবিন্দ সিং জি এবং মাতা সাহিব  কৌর জি-র পবিত্র জোর সাহিব দর্শন হয়েছে। পবিত্র গুরু চরণ যাত্রার পর তাঁরা পাটনায় আসেন। এতে জীবনের নানা ক্ষেত্রের মানুষ যোগ দেন। তাঁদের দর্শনের জন্য জনসাধারণকে পাটনা সফরের আহ্বান জানাচ্ছি।”
 
 SC/AB/SG
                
                
                
                
                
                (Release ID: 2185924)
                Visitor Counter : 7
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam