রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

সামরিক পোশাকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল যুদ্ধ বিমানে দ্রৌপদী মুর্মু

Posted On: 29 OCT 2025 1:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২৫

 

আজ হরিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল যুদ্ধ বিমানে সওয়ার হলেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এ নিয়ে দুবার তিনি ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানে সওয়ার হলেন। তাঁর পরনে ছিল সামরিক পোশাক। এর আগে ২০২৩-এ তিনি সুখোই-৩০ এমকেআই যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন। 

ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে প্রথম রাফাল যুদ্ধ বিমান পৌঁছেছিল আম্বালার এই বায়ুসেনা ঘাঁটিতে। দেশের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি প্রায় ৩০ মিনিট ধরে ২০০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন। এরপর তিনি বায়ুসেনা ঘাঁটিতে ফিরে আসেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০০ ফুট উঁচুতে বিমানটি ঘণ্টায় ৭০০ কিলোমিটার বেগে উড়ছিল। এই যুদ্ধ বিমানে পাইলট হিসেবে ছিলেন ১৭ স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন অমিত গেহানি।

পরে ভিজিটর্স বুকে রাষ্ট্রপতি তাঁর অনুভুতির কথা জানিয়ে লিখেছেন, “আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমানে প্রথম সওয়ার হতে পেরে আমি আনন্দিত। এটি আমার কাছে এক অবিস্মরণীয় মুহূর্ত। এ ধরনের আয়োজনের জন্য আমি ভারতীয় বায়ুসেনা এবং বায়ুসেনা ঘাঁটির গোটা দলকে অভিনন্দন জানাই।”

 


SC/MP/NS…


(Release ID: 2183710) Visitor Counter : 14