রাষ্ট্রপতিরসচিবালয়
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি-র অষ্টম অধিবেশনের উদ্বোধন রাষ্ট্রপতির
Posted On:
28 OCT 2025 1:41PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৮ অক্টোবর ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি (আইএসএ)-র অষ্টম অধিবেশনের উদ্বোধন করেন।
তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, গোটা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার শিকার। পরিস্থিতির মোকাবিলায় জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, ভারত জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় লড়াই চালাতে অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্যে সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলেছে। জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় আইএসএ-র ভূমিকার প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে পরিবেশবান্ধব সৌরশক্তির গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, সৌরশক্তির মাধ্যমে শুধু বিদ্যুৎ উৎপাদনই হয় না, এটি ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করে।
এই অধিবেশনে মানব স্বার্থবাহী পদক্ষেপ গ্রহণের জন্য সদস্য দেশগুলির কাছে আর্জি জানান রাষ্ট্রপতি। সৌরশক্তির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গ্রামীণ জীবন-জীবিকা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির দিকে নজর রেখে সম্মিলিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষণের বিস্তারিত অংশ পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন:
http:// https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc20251028678801.pdf
SC/MP/CS
(Release ID: 2183365)
Visitor Counter : 6