কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান ন্যাশনাল সিডস কর্পোরেশনের অত্যাধুনিক বীজ প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করলেন

Posted On: 27 OCT 2025 4:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ অক্টোবর, ২০২৫


কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান আজ নতুন দিল্লির পুসা কমপ্লেক্সে ন্যাশনাল সিডস কর্পোরেশন (এনএসসি)-এর অত্যাধুনিক সব্জি ও ফুলের বীজ প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিং কারখানার উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানে তিনি ভার্চুয়াল মাধ্যমে বেরেলি, ধারওয়ার, হাসান, সুরতগড় এবং রায়চুরে ৫টি এনএসসি বীজ প্রক্রিয়াকরণ কারখানারও উদ্বোধন করলেন। 

নতুন দিল্লির পুসায় বীজ ভবনে আনাজের বীজ প্রক্রিয়াকরণ কারখানার প্রক্রিয়াকরণের ক্ষমতা ঘণ্টায় এক টন, অন্য ৫টি কারখানার প্রত্যেকটির ক্ষমতা ঘণ্টায় ৪ টন। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই কারখানাগুলি থেকে কৃষকরা উচ্চ মানের বীজ পাবেন এবং সারা দেশেই বীজ উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে শ্রী চৌহ্বান ‘সিড ম্যানেজমেন্ট ২.০’ ব্যবস্থা এবং কৃষকদের জন্য একটি অনলাইন সিড বুকিং প্ল্যাটফর্মেরও সূচনা করেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকরা এখন থেকে অনলাইনে তাদের প্রয়োজনীয় বীজের বরাত দিতে পারবেন। যার ফলে আরও বেশি স্বচ্ছতা সুনিশ্চিত হবে। তিনি বলেন যে, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের কাছে গুণমান সম্পন্ন বীজ পৌঁছনো জরুরি। 

শ্রী চৌহ্বান বলেন যে, নতুন এই কারখানাগুলি ভালো গুণমানের বীজ সহজে পাওয়া সুনিশ্চিত করবে। কৃষি উৎপাদনের উল্লেখযোগ্য উন্নতি হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এই নতুন কারখানাগুলি কৃষকদের প্রয়োজনীয়তা মেটাবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত ‘বিকশিত কৃষি সংকল্প অভিযানে’-এ সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে ভেজাল ও নিম্নমানের বীজ নিয়ে। সেই জন্য ভালো মানের বীজ সরবরাহ নিশ্চিত করা জরুরি এবং এতে এনএসসি-র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকার এব্যাপারে কড়া পদক্ষেপ নিচ্ছে”।

এনএসসি দলকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই উদ্যোগকে স্বনির্ভর কৃষি ব্যবস্থার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এনএসসি-র ভূমিকা শুধুমাত্র জীবিকা নির্বাহ করা নয়, দেশের শস্য ভাণ্ডার পূরণ করাও তার উদ্দেশ্য। 

শ্রী চৌহ্বান নিগমকে আবেদন জানান, আঞ্চলিক ভাষায় উদ্ভাবনের চেষ্টা করতে, যাতে কৃষকদের পক্ষে পরিষেবা পাওয়ার সুবিধা হয় এবং বেসরকারি সংস্থাগুলির বিতর্কিত কার্যকলাপ কমে। তিনি বলেন, “বেসরকারি সংস্থাগুলির নিজস্ব ভূমিকা আছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত নিগমের নির্দিষ্ট গুরুত্ব আছে। স্টেট সিড ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজকর্মেরও উন্নতি করা দরকার। এই সব দিক বিবেচনা করে এনএসসি-কে কাজ করতে হবে স্পষ্ট পরিকল্পনা নিয়ে”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সচিব শ্রী দেবেশ চতুর্বেদী, এনএসসি-র সিএমডি এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রীমতী মনিন্দর কৌর দ্বিবেদী, যুগ্ম সচিব শ্রী অজিত কুমার শাহু এবং এনএসসি ও মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরা।

 


SC/AP/SKD


(Release ID: 2183016) Visitor Counter : 12