সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল মুম্বই-এর মাজাগন ডকে গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ উদ্বোধন করবেন

Posted On: 26 OCT 2025 5:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২৫

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ আগামীকাল মুম্বই-এর মাজাগন ডকে অত্যাধুনিক গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ উদ্বোধন ও বিতরণ করবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ; মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে এবং শ্রী অজিত পাওয়ার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (সহযোগিতা) শ্রী মুরলিধর মোহন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ কর্তৃক সুবিধাভোগীদের কাছে গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজের চাবি হস্তান্তর সমবায়-নেতৃত্বাধীন গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। এটি মৎস্যক্ষেত্রে স্বনির্ভরতা, সুস্থিতি এবং সমবায়ের ক্ষমতায়নের প্রতি ভারতের প্রতিশ্রুতির প্রতীক।

মহারাষ্ট্র সরকার, জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন (এনসিডিসি) এবং ভারত সরকারের মৎস্য বিভাগের আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় ১.২ কোটি টাকার ইউনিট ব্যয়ে গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজ সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে। এই উদ্যোগটি আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন এবং নীল অর্থনীতিকে শক্তিশালী করার জন্য মোদী সরকারের প্রতিশ্রুতির প্রমাণ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এটি ভারতের সামুদ্রিক মৎস্য ক্ষেত্রকে আধুনিকীকরণ, গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় অঞ্চলে সমবায়-নেতৃত্বাধীন প্রবৃদ্ধি প্রচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর লক্ষ্য ভারতীয় ইইজেড এবং গভীর সমুদ্রে মৎস্য সম্পদ অনুসন্ধান করা।

সমবায় এবং এফএফপিও-র মাধ্যমে সমবায়-নেতৃত্বাধীন গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যোগকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভারত সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের মৎস্য বিভাগ এবং ভারত সরকারের সহযোগিতা মন্ত্রকের সমবায় বিভাগ দ্বারা একটি যৌথকর্মী গোষ্ঠী (জেডব্লিউজি) গঠন করা হয়েছে।

ভারতের সামুদ্রিক মৎস্যক্ষেত্রটি ঐতিহ্যগতভাবে সীমিত পরিসরে পরিচালিত হয়েছে, যেখানে জেলেরা প্রচলিত জাহাজ এবং কৌশলের উপর নির্ভর করে, সাধারণত উপকূলরেখা থেকে মাত্র ৪০-৬০ নটিকাল মাইল পর্যন্ত মাছ ধরার সুযোগ পান। এই সীমিত পরিসরের ফলে মাছ ধরার পরিমাণ এবং অর্থনৈতিক লাভ সীমিত হয়েছে।

এই উদ্যোগ মৎস্য সমবায় সমিতি এবং এফএফপিও -গুলিকে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন(ইইজেড) এবং উচ্চ সমুদ্রের বিশাল সম্ভাবনাকে টেকসইভাবে কাজে লাগানোর ক্ষমতা দেবে, বিশেষ করে লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতো অঞ্চলে। আশা করা হচ্ছে, এটি টুনার মতো উচ্চ-মূল্যের মৎস্যক্ষেত্রে নতুন সুযোগ উন্মোচন করবে, যার ফলে ভারতের সামুদ্রিক খাবার রপ্তানি বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী মানুষের জীবিকা অর্জনে জোয়ার আসবে।
******

 

SSS/SB/NS…


(Release ID: 2182742) Visitor Counter : 5