প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নাহায় – খায় -এর পবিত্র আচারের মাধ্যমে ছট মহাপর্বের শুভ সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 25 OCT 2025 9:06AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ অক্টোবর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশ ও বিশ্বজুড়ে অগনিত ভক্তের প্রতি পবিত্র ছট মহাপর্ব উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন, যা আজ ঐতিহ্যবাহী ‘নাহায় – খায়’ -এর আচারের মাধ্যমে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী সকল ব্রতীর অটল ভক্তির প্রতি শ্রদ্ধা জানান এবং এই চারদিনের উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন।

শ্রী মোদী ছটের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বীকৃতি স্বীকার করে বলেন যে, বিশ্বজুড়ে ভারতীয় পরিবারগুলি আন্তরিক ভক্তির সাথে ছটের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এই উপলক্ষ্যে, প্রধানমন্ত্রী ছট মাইয়াকে উৎসর্গ করা একটি ভক্তিমূলক গান শেয়ার করেছেন, যেটিতে সকলকে এর আধ্যাত্মিক অনুরণনে ডুবে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এক্স-হ্যান্ডেলে একটি থ্রেড পোস্টে, শ্রী মোদী লিখেছেন :

"চার দিনব্যাপী ছট উৎসব আজ থেকে শুরু হচ্ছে ‘নাহায় – খায়’ -এর পবিত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে। বিহার-সহ সারা দেশের ভক্তদের আমার আন্তরিক শুভেচ্ছা। উপবাস পালনকারী সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা!"

“আমাদের সংস্কৃতির এই মহা উৎসব সরলতা এবং সংযমের প্রতীক, যার পবিত্রতা এবং নিয়ম মেনে চলা অতুলনীয়। এই পবিত্র অনুষ্ঠানে ছটঘাটের দৃশ্যগুলি পারিবারিক ও সামাজিক সম্প্রীতির জন্য এক চমৎকার অনুপ্রেরণা। ছটের প্রাচীন ঐতিহ্য আমাদের সমাজে গভীর প্রভাব ফেলেছে।"

"আজ, বিশ্বের প্রতিটি কোণে ছট একটি রঙিন সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হচ্ছে। বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয় পরিবারগুলি এর ঐতিহ্যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে। আমি কামনা করি যে ছটী মাইয়া সকলের উপর তাঁর অশেষ আশীর্বাদ বর্ষণ করুন।"

“ছঠ মহাপর্ব হল, বিশ্বাস, উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য সঙ্গম। অস্তগামী এবং উদীয়মান সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদানের সময়, নৈবেদ্যগুলিতে প্রকৃতির বিভিন্ন রঙও অন্তর্ভুক্ত থাকে। ছট পূজার গান এবং সুরগুলিও ভক্তি এবং প্রকৃতির এক দুর্দান্ত অনুভূতিতে পরিপূর্ণ।”

"গতকালই বেগুসরাই ভ্রমণের সুযোগ পেয়ে আমি যথার্থই ভাগ্যবান। বিহারের কোকিলা শারদা সিনহাজীর বেগুসরাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শারদা সিনহাজী এবং বিহারের অনেক লোকশিল্পী তাঁদের গানের মাধ্যমে ছট উৎসবে এক অনন্য চেতনা যোগ করেছেন।"

“আজ, এই মহান উৎসবে, আমি আপনাদের সকলের সঙ্গে ছঠি মাইয়া-র এমন কিছু গান শেয়ার করছি, যা শুনলে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন।

https://m.youtube.com/watch?v=6e6Hp6R5SVU”


*******

 SSS/SB


(Release ID: 2182484) Visitor Counter : 5