বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সুরক্ষা বাড়াতে তথ্যপ্রযুক্তি বিধি ২০২১-এর ধারা ৩(১)(ডি) সংশোধনী সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি সরকারের

Posted On: 23 OCT 2025 11:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫ 

 

বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (অন্তর্বর্তী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া আচরণ বিধি) সংশোধনী আইন, ২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সংশোধিত বিধিতে অবৈধ বিষয়বস্তুকে সরানোর ক্ষেত্রে অতিরিক্ত রক্ষাকবচ সুনিশ্চিত করা হয়েছে। গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে এই সংশোধনী কার্যকর হবে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হল, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে সম্পর্কিত অনলাইন কনটেন্টের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। 

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইটি রুলস ২০২১-এর ৩(১)(ডি) ধারা সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, যদি কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা অনলাইন সার্ভিস প্রোভাইডারের প্ল্যাটফর্মে এমন কোনও তথ্য, ছবি বা ভিডিও পাওয়া যায়, যা দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ, তবে সংশ্লিষ্ট ইন্টারমিডিয়ারি মধ্যস্থতাকারীকে ৩৬ ঘণ্টার মধ্যে সেই কনটেন্ট বা বিষয়বস্তু সরাতে হবে। 

সরকার স্পষ্টভাবে জানিয়েছে, কোনও কনটেন্ট বা বিষয়বস্তু সম্পর্কে ‘প্রকৃত তথ্য’ কেবলমাত্র দুই ক্ষেত্রেই গণ্য হবে। প্রথমত, যদি কোনও উপযুক্ত আদালত লিখিত নির্দেশ দেয় এবং দ্বিতীয়ত, যদি সরকার বা অনুমোদিত সংস্থার কোনও উচ্চ আধিকারিক লিখিতভাবে জানান। এই নির্দেশ দিতে পারবেন কেবল যুগ্ম সচিব বা সম পদমর্যাদার আধিকারিক। রাজ্য সরকারের ক্ষেত্রে, এই পদ হবে অধিকর্তা বা সমান পদ মর্যাদার আধিকারিক। 

প্রত্যেকটি লিখিত নির্দেশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে, কোন আইন বা কোন ধারার অধীনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কী ধরনের অবৈধ কার্যকলাপ বা কনটেন্ট শনাক্ত হয়েছে এবং কোন URL বা ডিজিটাল লিঙ্ক অপসারণ বা ব্লক করা প্রয়োজন। 

তথ্য প্রযুক্তি  (অন্তর্বর্তী নির্দেশিকা ও ডিজিটাল মিডিয়া আচকরণ বিধি) বিধি, ২০২১ সংশোধন করে নতুন এই বিধি চালু করা হল। এই বিধি চালু নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২১-এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর ২৮ অক্টোবর, ২০২২ এবং ৬ এপ্রিল, ২০২৩-এ এই বিধি সংশোধন করা হয়। 

তথ্যপ্রযুক্তি নিয়মাবলী ২০২১ থেকে অক্টোবর ২০২৫-এর সংশোধনী পর্যন্ত বিস্তারিত জানতে https://egazette.gov.in  এবং https://www.meity.gov.in/-  লিঙ্ক দেখুন। 
 

 

****

SSS/MP/NS….


(Release ID: 2181911) Visitor Counter : 12