যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
সিওপি-১০ ব্যুরোর ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত ভারত, দুর্নীতি-মুক্ত ক্রীড়ার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দেশ
Posted On:
23 OCT 2025 12:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫
প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ২০-২২ অক্টোবর, ২০২৫ তারিখে আয়োজিত কনফারেন্স অফ পার্টিজ – এর দশম অধিবেশনে (সিওপি-১০) ক্রীড়া ক্ষেত্রে ডোপিং বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে ভারত যোগ দিয়েছে।
ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন ক্রীড়া সচিব শ্রী হরি রঞ্জন রাও এবং জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি নাডার মহানির্দেশক শ্রী অনন্ত কুমার। তাঁরা ১৯০-টিরও বেশি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
ভারত ২০২৫-২৭ সময়কালের জন্য এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর ভাইস চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে। আজারবাইজান নির্বাচিত হয়েছে চেয়ারপার্সন হিসেবে। তাঁদের সংশ্লিষ্ট আঞ্চলিক বিভাগে নির্বাচিত অন্য ভাইস চেয়ারপার্সন হ’ল – ব্রাজিল, জাম্বিয়া এবং সৌদি আরব।
বিভিন্ন দেশের সরকার, ডোপিং বিরোধী সংস্থা এবং ইউনেস্কো’তে স্থায়ী দূত হিসেবে কর্মরতদের প্রতিনিধি হিসেবে ৫০০-জনেরও বেশি এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে পরিচালন ব্যবস্থার উন্নয়ন, বিধিগত বাধ্যবাধকতা আরও কঠোরভাবে মেনে চলা, খেলাধুলো থেকে ডোপিং সম্পূর্ণভাবে উৎখাতের লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের সংস্থান-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিওপি-৯ ব্যুরো ও অনুমোদন কমিটির প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক সমন্বয়, কৌশলগত সংযোগ এবং আন্তঃক্ষেত্রীয় সংযুক্তিকরণের উপর জোর দেওয়া হয়। মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা খেলাধূলার মাধ্যমে দেওয়ার লক্ষ্যে ভারতের আনা একটি প্রস্তাব গৃহীত হয়।
*******
SSS/SD/SB
(Release ID: 2181838)
Visitor Counter : 6