স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত জুড়ে সিপিআর সচেতনতা সপ্তাহের আয়োজন করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

Posted On: 22 OCT 2025 2:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৫ 

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ১৩ – ১৭ অক্টোবর, ২০২৫, দেশজুড়ে কম্প্রেশন ওনলি কার্ডিও পালমোনারি রিসাসসিটেশন - সিপিআর সচেতনতা সপ্তাহের আয়োজন করে। এর লক্ষ্য হ’ল – হৃদরোগে আক্রান্ত ব্যক্তির তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করার বিষয়ে গোষ্ঠী সচেতনতা ও সক্ষমতা বাড়িয়ে তোলে। 
সিপিআর – এর জীবন রক্ষাকারী শক্তি প্রমাণিত হওয়া সত্ত্বেও ভারতের বাইস্ট্যান্ডার সিপিআর হার বিশ্ব গড়ের তুলনায় কম। সপ্তাহব্যাপী এই প্রয়াসের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সিপিআর – এর প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও আচরণগত প্রস্তুতির ব্যবস্থা করে এই ফারাক মেটাতে সচেষ্ট হয়েছে। 

সিপিআর সচেতনতা সপ্তাহে গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ব্যবস্থা হিসেবে সিপিআর’কে তুলে ধরে এর হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যুবসমাজকে এই কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের জন্য এবং নিজেদের গোষ্ঠীর মধ্যে এই চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। সচেতনতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম-গুলিকেও।
সচেতনতা বৃদ্ধি ও হাতে-কলমে প্রশিক্ষণের কাজে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর সামিল হয়েছে। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শ্রম ও কর্মসংস্থান, যুব বিষয়ক, ক্রীড়া, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা, রেল প্রভৃতি মন্ত্রক এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, এইমস, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় মন্ত্রকের আওতায় স্বশাসিত সংস্থাগুলিও এর সঙ্গে যুক্ত ছিল। ভারতীয় রেডক্রস সোসাইটি তার রাজ্য ও জেলা শাখাগুলিকে সিপিআর প্রশিক্ষণের কাজে লাগিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের MyGov প্ল্যাটফর্ম এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের MyBharat প্ল্যাটফর্মের মাধ্যমেও ডিজিটাল ক্ষেত্রে এর প্রচার চালানো হচ্ছে। 

মোট ১৪ হাজার ৭০১ জন সিপিআর শপথ গ্রহণ করেছেন। MyGov প্ল্যাটফর্মে ডিজিটাল শপথ নিয়েছেন ৭৯ হাজার ৮৭০ জন। 

‘সিপিআর – এর কৌশল এবং সামনে থাকা ব্যক্তিদের ভূমিকা’ শীর্ষক আলোচনাচক্রের আয়োজন করা হয়। এতে  ছজন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেনে। সিপিআর – এর কৌশল হাতে-কলমে করে দেখানো হয়। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬ লক্ষ ৬ হাজার ৩৭৪ জনকে সিপিআর – এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

নির্মাণ ভবনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, সিআইএসএফ কর্মী এবং বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের সিপিআর প্রশিক্ষণের আয়োজন করা হয়। MyGov এবং MyBharat প্ল্যাটফর্মে সিপিআর ক্যুইজের আয়োজন করা হয়। এতে, ৩৬ হাজার ৪০ জন অংশগ্রহণ করেন। 


*****

SSS/SD/SB…


(Release ID: 2181776) Visitor Counter : 5