প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্ণেল মর্যাদায় ভূষিত করলেন প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 22 OCT 2025 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৫ 

 

নতুল দিল্লির সাউথ ব্লকে আজ এক সমারোহে দুবারের অলিম্পিক পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্ণেল মর্যাদায় ভূষিত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লেফটেন্যান্ট কর্ণেল (সম্মানসূচক) নীরজ চোপড়ার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় প্রতিরক্ষা মন্ত্রী তাঁকে অধ্যবসায় ও দেশপ্রেমের অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। শৃঙ্খলাপরায়ণ লেফটেন্যান্ট কর্ণেল (সম্মানসূচক) নীরজ চোপড়া আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে দেশকে গর্বিত করেছেন বলে প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং ভারতীয় সেনা ও চেরিটোরিয়াল আর্মির শীর্ষ আধিকারিকরা। 

লেফটেন্যান্ট কর্ণেল (সম্মানসূচক) নীরজ চোপড়া ২০১৬ সালে ভারতীয় সেনায় যোগ দেন। তাঁর জন্ম ১৯৯৭-এর ২৪ ডিসেম্বর হরিয়ানার পানিপথে। ২০২০-তে টোকিও অলিম্পিক্সে সোনা, ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে রুপো, ২০২৩-এর ওয়াল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ডায়মন্ড লিগে একাধিকবার সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি। ২০২৫-এ তাঁর ৯০.২৩ মিটার থ্রো ভারতের ক্রীড়া ইতিহাসে এক মাইলফলক। 
লেফটেন্যান্ট কর্ণেল (সম্মানসূচক) নীরজ চোপড়াকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৫-এর ১৬ এপ্রিল সাম্মানিক ভিত্তিতে টেরিটোরিয়াল আর্মির অন্তর্ভুক্ত করেন। পদ্মশ্রী, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মান রয়েছে তাঁর ঝুলিতে। পেয়েছেন অর্জুন পুরস্কার, পরম বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক। 
******

 

SSS / AC /AG


(Release ID: 2181525) Visitor Counter : 10