অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএসটি বচত উৎসব উপলক্ষে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন; কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের যৌথ সাংবাদিক বৈঠক

Posted On: 18 OCT 2025 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৫

 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন; কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল; এবং কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে জিএসটি বচত উৎসব উপলক্ষে  যৌথ সাংবাদিক বৈঠক করেন।

সাংবাদিক বৈঠকে শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে দীপাবলির আগেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার বাস্তবায়িত করার কথা ঘোষণা করেছিলেন। 

"সেই অনুযায়ী হার হ্রাস, প্রক্রিয়া সরলীকরণ, করের স্তর চার থেকে কমিয়ে দুটি করা হয়। শ্রেণিবিন্যাস সম্পর্কিত সমস্যা সমাধানের কাজগুলি সময়ের অনেক আগেই সম্পন্ন করা হয়েছিল। নবরাত্রির প্রথম দিন থেকেই পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হয়েছে এবং আমি মনে করি, ভারতের মানুষ এটি ভালোভাবেই গ্রহণ করেছেন", বলেন শ্রীমতি সীতারমন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমরা জিএসটি-র পথ নির্ধারণ করেছি, আমরা এর বাস্তবায়ন করেছি। বিরোধী দল জিএসটি আনেনি এবং এমনকি চেষ্টা করার সাহসও দেখায়নি। আজ আমরা যা করছি, তা কোনও সংশোধন নয়, বরং একটি সচেতন সিদ্ধান্ত। দেশবাসীকে আরও বেশি সুবিধা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং জিএসটি কাউন্সিলের মধ্যে সহযোগিতার প্রতিফলন হল এই সংস্কার।”

“করের হার হ্রাস গ্রাহকদের সুবিধার জন্য — এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঠিক এটিই করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা ২০১৭ সাল থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে এটিই করে আসছি,” বলেন শ্রীমতি সীতারমন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, “২২ সেপ্টেম্বর থেকে, আমরা সমস্ত পণ্যের উপর আঞ্চলিক স্তর থেকে তথ্য পাচ্ছি। তবে, সংশোধিত কর কাঠামোর সুবিধাগুলি শেষ গ্রাহক পর্যন্ত কাছে পৌঁছনোর লক্ষ্যে আমরা ৫৪টি পণ্যের দামের ওপর নিবিড়ভাবে নজর রাখছি। পরবর্তী প্রজন্মের জিএসটি সুবিধাগুলি ৫৪-টি পণ্যের উপর শেষস্তর পর্যন্ত পুরোপুরি পৌঁছে দেওয়া হয়েছে।”

 শ্রী পীযূষ গোয়েল ২২ সেপ্টেম্বর পরবর্তী প্রজন্মের জিএসটি বাস্তবায়নের মাধ্যমে এই বছরের নবরাত্রিকে বিশেষ করে তোলার জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সংস্কার দেশজুড়ে - সাধারণ মানুষ, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্র এবং পরিবারের মধ্যে - এক নতুন উদ্দীপনা এবং শক্তি এনেছে। স্বাধীনতার পর এটিকে সবচেয়ে বড় সংস্কার বলে অভিহিত করে তিনি বলেন,  পরোক্ষ কর ব্যবস্থা ১৪০ কোটি ভারতীয়কে প্রভাবিত করে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থার মাধ্যমে ২.৫ লক্ষ কোটি টাকার ছাড়ের  সিদ্ধান্তটি অভূতপূর্ব এবং কল্পনাতীত। 

শ্রী গোয়েল বলেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি আয়করে ঘোষিত বড় ধরনের ছাড় সাধারণ মানুষের সঞ্চয়ে উৎসাহদান এবং  আয় বৃদ্ধির লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রী গত দেড় বছর ধরে ব্যাপক কর সংস্কারের উপর কাজ করে যাচ্ছেন, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বরের ঘোষণার মাধ্যমে যার সমাপ্তি ঘটে। 

শ্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের বৈদ্যুতিন পরিমণ্ডলের উল্লেখযোগ্য অগ্রগতি এবং  বিনিয়োগ ও উৎপাদনের উপর জিএসটি সংস্কারের ইতিবাচক বহুমুখী প্রভাব তুলে ধরেন। মন্ত্রী বলেন, রেকর্ড ভোক্তা চাহিদা, নীতিগত স্থিতিশীলতা এবং দ্রুত বর্ধনশীল উৎপাদন-ভিত্তিক ভারতীয় অর্থনীতি শক্তিশালী মৌলিক বিষয়গুলি তুলে ধরে চলেছে।

শ্রী বৈষ্ণব জানান, এই বছরের নবরাত্রিতে বৈদ্যুতিন পণ্যের রেকর্ড বিক্রি গত বছরের তুলনায় ২০-২৫% বৃদ্ধি পেয়েছে।
টেলিভিশন, ওয়াশিং মেশিন থেকে শুরু করে স্মার্টফোন এবং এয়ার কন্ডিশনার পর্যন্ত, সব কিছুরই চাহিদা বেড়েছে। উল্লেখযোগ্যভাবে ৮৫ ইঞ্চির টেলিভিশনের বিক্রি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, যা উপভোক্তাদের ক্রমবর্ধমান আস্থা এবং ক্রয় ক্ষমতার প্রতিফলন।

শ্রী বৈষ্ণব আরও বলেন, চাহিদা বৃদ্ধির ফলে ভারতের ইলেকট্রনিক্স ক্ষেত্রে উৎপাদন প্রত্যক্ষভাবে দুই অঙ্কের বৃদ্ধি ঘটেছে, যার ফলে দেশজুড়ে ২৫ লক্ষেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানিতে ভারত তার প্রতিবেশী দেশকে ছাড়িয়ে গিয়েছে। একটি প্রধান আন্তর্জাতিক কোম্পানি এখন ভারতে তার মোট উৎপাদনের ২০% উৎপাদন করে। 

শ্রী বৈষ্ণব জানান, গত বছর ভারতের ৩৩৫ লক্ষ কোটি টাকার জিডিপি-র মধ্যে, ২০২ লক্ষ কোটি টাকা এসেছে মানুষের ব্যয় থেকে এবং ৯৮ লক্ষ কোটি টাকা এসেছে বিনিয়োগ থেকে। 

জিএসটি বচত উৎসবের সাংবাদিক বৈঠক দেখতে এখানে ক্লিক করুন – 

https://www.youtube.com/watch?v=a610oNnYsak

সামাজিক মাধ্যমে অন্যান্য পোস্টগুলি দেখতে নীচের লিঙ্কগুলি দেখুন – 

https://x.com/nsitharamanoffc/status/1979477378783952935

 

https://x.com/nsitharamanoffc/status/1979483460428275964

 

https://x.com/nsitharamanoffc/status/1979490241590288400

 

https://x.com/nsitharamanoffc/status/1979490887940874583

 

https://x.com/nsitharamanoffc/status/1979492109221597574

 

https://x.com/AshwiniVaishnaw/status/1979493163481079993

 

https://x.com/PiyushGoyal/status/1979448718798786664

 

https://x.com/PiyushGoyal/status/1979476359177982128

 

https://x.com/PiyushGoyal/status/1979479118283489330

 

https://x.com/PiyushGoyal/status/1979493568189288510

 

https://x.com/PiyushGoyal/status/1979500837585174862

 

https://x.com/mib_india/status/1979477488905380206

 

https://x.com/mib_india/status/1979474778185400593

 

https://x.com/mib_india/status/1979491958130393454

 

https://x.com/mib_india/status/1979487257817227633

 

 

SSS/MP/DM


(Release ID: 2180818) Visitor Counter : 5