প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কর্তব্য নিষ্ঠার জন্য জম্মুর সীমান্ত এলাকার সরপঞ্চের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 30 NOV 2023 1:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৩ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রেরও সূচনা করেন তিনি। পাশাপাশি, দেওঘর এইমস্‌ - এ গড়ে ওঠা দেশের ১০ হাজারতম জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এই ধরনের কেন্দ্রের সংখ্যা ২৫ হাজারে নিয়ে যাওয়ার কর্মসূচিরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এ বছর স্বাধীনতা দিবসের ভাষণে এইসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। 
জম্মুর রঙপুর গ্রামের সরপঞ্চ শ্রীমতী বলবীর কাউর কিষাণ ক্রেডিট কার্ড, খামার সরঞ্জাম ব্যাঙ্ক প্রকল্প এবং কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানান। কিষাণ ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি একটি ট্র্যাক্টর কিনেছেন বলেও উল্লেখ করেন শ্রীমতী কাউর। প্রধানমন্ত্রী তাঁর কর্তব্য নিষ্ঠা ও উদ্যোগী মনোভাবের ভুয়সী প্রশংসা করেন। 
সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতার প্রসারে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি নিকটবর্তী অন্তত ১০-টি গ্রামে গিয়ে এই কাজ করার জন্য বলবীরের প্রতি আবেদন রেখেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্দেশ্যও ব্যাখ্যা করেন। 

 

SSS/AC/SB


(रिलीज़ आईडी: 2179542) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam