প্রধানমন্ত্রীরদপ্তর
রোজগার মেলার আওতায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
प्रविष्टि तिथि:
30 NOV 2023 6:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৩
নমস্কার!
দেশের লক্ষ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান হচ্ছে। আজ ৫০ হাজারেরও বেশি যুবক-যুবতীকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হ’ল। কঠোর পরিশ্রম এবং সক্ষমতার জন্যই তাঁরা নিযুক্ত হয়েছেন। তাঁদের আমি অভিনন্দন জানাই।
আপনারা দেশ গঠনের কাজে যোগ দিতে চলেছেন। অনেক দায়িত্ব রয়েছে আপনাদের। সাধারণ মানুষের সেবাই আপনাদের মূল মন্ত্র হওয়া উচিৎ।
বন্ধুগণ,
কয়েকদিন আগেই ২৬ নভেম্বর দেশ সংবিধান দিবস উদযাপন করেছে। এই দিনই সংবিধান গৃহীত হয়, যেখানে প্রতিটি নাগরিকের সমানাধিকারের কথা বলা হয়েছে। বাবাসাহেব এমনটাই চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বাধীনতার পর দীর্ঘদিন ঐ নীতি অনুসৃত হয়নি।
২০১৪ সালের আগে সমাজের একটি বড় অংশ ন্যূনতম পরিষেবাটুকুও পেতেন না। ২০১৪’য় দেশের মানুষকে সেবা করার সুযোগ পেয়ে আমরা প্রথমেই বঞ্চিতদের নিয়ে আসি অগ্রাধিকারের কেন্দ্রে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় জোরকদমে।
সরকারের কর্মসংস্কৃতির পরিবর্তনের ফলে অভূতপূর্ব ইতিবাচক পরিমণ্ডল তৈরি হয়। একটি সমীক্ষায় দেখা গেছে ৫ বছরে ১৩ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যের গ্রাস থেকে মুক্তি পেয়েছেন। দরিদ্র মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ আজ সকালেও আপনারা পেয়েছেন – বিকশিত ভারত সংকল্প যাত্রা পৌঁছে যাচ্ছে প্রতিটি গ্রামে। সরকারের বিভিন্ন প্রকল্পকে মানুষের বাড়ির দরজায় নিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা।
বন্ধুগণ,
আজ পরিবর্তনশীল ভারতে আপনারা পরিকাঠামো বিপ্লব প্রত্যক্ষ করছেন। গড়ে উঠছে আধুনিক রাস্তা, রেল স্টেশন, বিমানবন্দর, জলপথ। পরিকাঠামো ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের জেরে লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থানের পরিসর তৈরি হচ্ছে।
২০১৪-র আগে বছরের পর বছর ধরে গৃহীত প্রকল্পের কাজ থমকে থাকত। এখন এই কাজ হচ্ছে মিশন মোডে। এরফলে, মানুষের অর্থের অপচয় রোধ করা সম্ভব হয়েছে।
কয়েকটি উদাহরণ তুলে ধরা যাক। বিদার – কালাবুর্গি রেল প্রকল্পের সূচনা হয়েছিল ২২-২৩ বছর আগে। কিন্তু দীর্ঘদিন কাজ থমকে ছিল। ২০১৪-য় আমরা এই কাজ সম্পন্ন করার অঙ্গীকার নিই এবং তিন বছরের মধ্যে কাজ শেষ হয়ে যায়। সিকিমের পাকিয়ান বিমানবন্দরের পরিকল্পনা হয়েছিল ২০০৮ – এ, কাজ সম্পন্ন হয়েছে ২০১৮’য়। এমন আরও অনেক উদাহরণ আছে।
বন্ধুগণ,
নির্মাণ ক্ষেত্রে বহু মানুষের কর্মসংস্থান হয়ে থাকে। কিন্তু, এই ক্ষেত্রটির কাজকর্ম ঘিরে স্বচ্ছতার অভাব ছিল অবশ্যই। এই ছবিটা বদলে গেছে রেরা আইনের সুবাদে।
বন্ধুগণ,
বর্তমান সরকারের নীতি ও সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আগামী দিনে এদেশে নিযুক্তি ও স্বনিযুক্তির পরিসর আরও বাড়বে। সরকারি কর্মী হিসেবে আপনাদের উচিত বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজের প্রান্তিকতম মানুষের কাছেও পৌঁছে দিতে হবে যাবতীয় পরিষেবা।
আগামী ২৫ বছর আপনাদের ও দেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কর্মকাণ্ডের উপযুক্ত হয়ে উঠতে নতুন লার্নিং মডিউল কর্মযোগী প্রারম্ভে যোগ দিতে আপনাদের পরামর্শ দিচ্ছি, যা আপনাদের দক্ষতায়নের সহায়ক। এক বছর আগে শুরু হওয়া এই কর্মসূচি মারফৎ প্রশিক্ষিত হয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। আইগট কর্মযোগী মঞ্চে অনলাইনে ৮০০টিরও বেশি পাঠক্রমের সুবিধা পেতে পারেন।
দেশ গঠনের কাজে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের আগাম শুভেচ্ছা জানাই।
SSS/AC/SB
(रिलीज़ आईडी: 2179541)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam