প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আগামী ৩০ নভেম্বর বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলবেন
Posted On:
29 NOV 2023 11:59AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ নভেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ নভেম্বর সকাল ১১-টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার সুবিধাপ্রাপকদের সঙ্গে কথা বলবেন। সরকারের অগ্রণী উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব যোগ্য ব্যক্তির কাছে পৌঁছয়, তা সুনিশ্চিত করতে দেশজুড়ে বিকশিত ভারত সঙ্কল্প যাত্রার আয়োজন করা হয়েছে।
মহিলা নেতৃত্বাধীন উন্নয়নকে প্রধানমন্ত্রী বরাবরই অগ্রাধিকার দিয়ে এসেছেন। এরই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রের সূচনা করবেন। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মহিলারা যাতে জীবিকার্জন করতে পারেন, সেজন্য এই কেন্দ্রগুলি থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। আগামী তিন বছরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৫ হাজার ড্রোন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই ড্রোনগুলি কীভাবে ওড়াতে ও ব্যবহার করতে হয়, তার প্রশিক্ষণও মহিলাদের দেওয়া হবে। এতে কৃষিক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগও উৎসাহিত হবে।
স্বাস্থ্যকর ভারত গঠনের যে ভাবনা প্রধানমন্ত্রীর রয়েছে, তার ভিত্তি হল স্বাস্থ্য পরিষেবাকে সুলভে সকলের নাগালের মধ্যে আনা। এর অঙ্গ হিসেবে, সস্তা দামে সাধারণ মানুষকে ওষুধপত্র দেওয়ার লক্ষ্যে জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেওঘরের এইমস-এ ১০ হাজারতম জন ঔষধি কেন্দ্রটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২৫ হাজার করার যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার সূচনাও করবেন প্রধানমন্ত্রী।
মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া এবং জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়ানো – এই দুটি কর্মসূচিই প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে।
SSS/SD/DM...
(Release ID: 2179488)
Visitor Counter : 2
Read this release in:
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam