প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৩-এর গ্র্যান্ড ফিনালেতে প্রধানমন্ত্রীর ভাষণ

प्रविष्टि तिथि: 19 DEC 2023 10:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৩-এর গ্র্যান্ড ফিনালেতে  অংশগ্রহণকারীদের সঙ্গে এক একান্ত আলাপচারিতায় মিলিত হন। 

কর্ণাটকের মাইসুরুর ন্যাশনাল ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং-এর সৈকত দাস এবং প্রতীক সাহা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা কয়লা পরিবহণ ও লজিস্টিক নিয়ে কাজ করতেন। রেলের পণ্য পরিবহণের ক্ষেত্রে তাঁরা আইওটি-ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার ওপর কাজ করছেন। প্রধানমন্ত্রী তাঁদের বলেন, হ্যাকাথনে শেখার প্রচুর সুযোগ রয়েছে। তাঁদের উদ্দীপনা, ইচ্ছাশক্তি এবং দেশ গড়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ভারতকে এগিয়ে নিয়ে যাবে। 

প্রধানমন্ত্রী আরও বলেন, চন্দ্রযান ৩-এর সাফল্যের পর ভারতের মহাকাশ কর্মসূচি বিশ্বে আশার আলো নিয়ে এসেছে এবং ভারতের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। 

প্রধানমন্ত্রী তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপরও জোর দেন। তিনি বলেন, বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে তরুণদের মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যোগসূত্র খুঁজে বার করার ওপর জোর দেন শ্রী মোদী। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ সংবহন এবং বিদ্যুৎ খরচের ক্ষেত্রে এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। আলোচনা উঠে আসে সাইবার প্রতারণা প্রসঙ্গও। এক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখা এবং নতুন প্রযুক্তির মাধ্যমে এই ধরনের প্রতারণার মোকাবিলার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। 

জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান – ২১ শতকের ভারতের এই মন্ত্রের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত আগামী দিনে বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আগামী হাজার বছরের লক্ষ্যকে সামনে রেখে কাজ করার জন্য তরুণ উদ্ভাবক এবং বিশেষজ্ঞদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, আমাদের আজকের জীবনে প্রযুক্তি এক বড় অংশ হয়ে উঠেছে। আগামী ২৫ বছর তরুণ উদ্ভাবকদের কাছে এক গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে  বলেন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়ে তোলা এবং অন্য দেশ থেকে নতুন কিছু আমদানি না করার পক্ষে সওয়াল করেন শ্রী মোদী। এ প্রসঙ্গে সেমিকন্ডাক্টর এবং চিপ প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। 

২০১৭তে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয় এবং তরুণ উদ্ভাবকদের কাছে এটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।   

 

SSS/MP/NS….


(रिलीज़ आईडी: 2179479) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada