প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ধারা ৩৭০ ও ৩৫(এ) প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে লিখলেন প্রধানমন্ত্রী

Posted On: 12 DEC 2023 9:43AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ধারা ৩৭০ ও ৩৫(এ) প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে লিখেছেন।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন : 

“ধারা ৩৭০ এবং ৩৫(এ) নিয়ে সুপ্রিম কোর্টের রায় সাংবিধানিক সংহতি বাড়িয়েছে। এর ফলে, দেশের মানুষের একতার বন্ধন আরও মজবুত হয়েছে। এই বিষয়ে আমার কয়েকটি চিন্তাভাবনা নিয়ে লিখেছি।”

https://www.narendramodi.in/sc-verdict-on-article-370-has-strengthened-the-spirit-of-ek-bharat-shreshtha-bharat 

 

 

SSS/SD/DM..


(Release ID: 2179321) Visitor Counter : 5