প্রধানমন্ত্রীরদপ্তর
জিসিএমএমএফ-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
22 FEB 2024 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি ২২ ফেব্রুয়ারি ২০২৪
ভারত মাতা কি জয়!
ভারত মাতা কি জয়!
গুজরাতের রাজ্যপাল আচার্য দেবরথ জী, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, আমার মন্ত্রিসভার সহকর্মী পুরুষোত্তম রুপালা জি, সাংসদ সি আর পাটিল, আমুলের চেয়ারম্যান শ্রী শমলভাই এবং আমার ভাই ও বোনেরা!
৫০ বছর আগে গুজরাটের গ্রামে যে চারাগাছ রোপণ করা হয়েছিল, তা আজ মহীরূহের চেহারা নিয়েছে। গুজরাট সমবায় দুগ্ধ বিপনন ফেডারেশন (জিসিএমএমএফ)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
ভাই ও বোনেরা,
আমুল আজ আস্থা, প্রগতি, গণ অংশগ্রহণ এবং কৃষকদের ক্ষমতায়নের প্রতিমূর্তি হয়ে উঠেছে। আধুনিকতার সঙ্গে পরম্পরার মেলবন্ধন ঘটিয়ে আমুল স্বনির্ভর ভারতের প্রেরণা হয়ে উঠেছে। আজ বিশ্বের ৫০-টির বেশি দেশে আমুলের সামগ্রী রপ্তানি করা হয়ে থাকে। এর সঙ্গে ১৮,০০০ বেশি দুগ্ধ সমবায়, ৩৬ লক্ষ কৃষক জড়িত। সেইসঙ্গে দৈনিক ৩.৫ কোটি লিটার দুধ সংগৃহীত হয়ে থাকে।
ভাই ও বোনেরা,
ভারত আজ বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রায় ৮ কোটি মানুষ প্রত্যক্ষভাবে ডেয়ারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত। গত এক দশকে ভারতে দুগ্ধ উৎপাদন বেড়েছে প্রায় ৬০ শতাংশ। এই ক্ষেত্রে ১০ লক্ষ কোটি টাকার বেশি লেনদেন হয়ে থাকে। ভারতে দুগ্ধ ক্ষেত্রের এই সাফল্যের পিছনে রয়েছে নারী শক্তির ভূমিকা। আমাদের সরকার নারী শক্তির বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সরকারের মুদ্রা যোজনার সুবিধাপ্রাপকদের মধ্যে প্রায় ৭০ শতাংশ হলেন মহিলা। গত এক দশকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে। নমো ড্রোন দিদি অভিযানে গ্রামের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৫,০০০ আধুনিক ড্রোন প্রদান করা হচ্ছে।
বন্ধুগণ,
চাষের মরশুমে জলের সংকট মেটাতে সরকার ৬০,০০০ –এর বেশি অমৃত সরোবর তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি চাষীদের সৌর পাম্প বসাতে সহযোগিতা করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আমাদের সরকার বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে। বর্তমানে দেশের ২ লক্ষের বেশি গ্রামে সমবায় গড়ে তোলা হচ্ছে।
বন্ধুগণ,
আমরা কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) গড়ে তোলার ওপর জোর দিচ্ছি। ১০,০০০ এফপিও-র মধ্যে প্রায় ৮,০০০ টি ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই সংস্থাগুলি ক্ষুদ্র চাষীদের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গ্রামাঞ্চলে কৃষি সম্পর্কিত পরিকাঠামো গড়ে তুলতে আমরা ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছি। পশুপালনের ক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে আমরা ৩০,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছি।
ভাই ও বোনেরা,
আমি প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে বিশ্বাসী। ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার অঙ্গীকার করেছি আমরা। তখন আমুলের ৭৫ তম বর্ষপূর্তি উদযাপিত হবে। আমি আপনাদের সকলের কাছে একটি নতুন অঙ্গীকারের আর্জি জানাচ্ছি। আজ আমুল বিশ্বের অষ্টম বৃহত্তম ডেয়ারি সংস্থা। আমাদের লক্ষ্য হল, যত দ্রুত সম্ভব এক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থান দখল করা। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, সরকার আপনাদের পাশে রয়েছে এবং এটাই মোদীর গ্যারান্টি। আপনাদের সবাইকে আবার আমার অভিনন্দন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ!
প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে।
****
SSS/MP/CS…
(Release ID: 2178988)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam