প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন

Posted On: 20 OCT 2024 6:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তর প্রদেশের বারাণসীতে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। আজকের প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৬,১০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক বিমানবন্দর প্রকল্প এবং বারাণসীতে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ।
প্রধানমন্ত্রী ভাষণে বলেন, আজ কাশীর জন্য একটি শুভ মুহূর্ত, কারণ তিনি আরজে শঙ্কর চক্ষু হাসপাতাল উদ্বোধন করেছেন, যা বয়স্ক ও শিশুদের জন্য সহায়ক হবে। তিনি বারাণসীতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও পর্যটনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উল্লেখ করেন যা তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। সারনাথের ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়ন, ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া এবং কাশীর আধুনিক পরিকাঠামো প্রকল্পগুলির কথাও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, মাত্র ১২৫ দিনে ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে, যার বড় অংশ দরিদ্র, কৃষক ও যুবকদের জন্য। তিনি ভারতের বিমানবন্দর উন্নয়ন, উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়ে এবং নতুন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর প্রসঙ্গে মন্তব্য করেন। বারাণসীকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উদ্যোগ, প্রশস্ত রাস্তা, রিং রোড, স্টেডিয়াম, রোপওয়ে ও গঙ্গাজির ঘাটের উন্নয়ন তিনি উল্লেখ করেন।
ক্রীড়া ও যুবসমাজের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী কাশীতে সংস্কারকৃত স্টেডিয়াম এবং নতুন খেলাধুলার সুযোগ-সুবিধার কথা বলেন। নারীদের ক্ষমতায়নের উদ্যোগ, মুদ্রা যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত লক্ষ লক্ষ বাড়ির মালিকানা হস্তান্তরের কথাও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, কাশী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের শহর হিসেবে চিহ্নিত। সরকার সবকা বিকাশ নীতি অনুযায়ী বৈষম্য ছাড়াই উন্নয়ন করেছে। তিন তালাক বিলোপ, সংরক্ষণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০% সংরক্ষণ, এবং অন্যান্য সামাজিক উদ্যোগের কথা তিনি উল্লেখ করেন।
পরিবারতন্ত্রের রাজনীতির বিপদ তুলে ধরে প্রধানমন্ত্রী যুবসমাজকে রাজনৈতিক নেতৃত্বে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি ভাষণ শেষে বলেন, কাশী উন্নয়নের নতুন মানদণ্ডের প্রতীক এবং আজকের প্রকল্পের জন্য শহর ও জনগণকে অভিনন্দন জানান।
উত্তর প্রদেশের রাজ্যপাল শ্রীমতি আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

SSS/SB/NS…. 


(Release ID: 2177503) Visitor Counter : 2