প্রধানমন্ত্রীরদপ্তর
বিহারের ঔরঙ্গাবাদে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
प्रविष्टि तिथि:
02 MAR 2024 4:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ মার্চ, ২০২৪
বিহারের রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকার জি, মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার জি, এবং এখানে উপস্থিত অন্যান্য সকল প্রবীণ নেতা! আমি হয়তো সকলের নাম মনে রাখব না, কিন্তু আজ সকল পুরনো সহকর্মী এবং যারা এখানে বিপুল সংখ্যায় এসেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বিশ্ববিখ্যাত সূর্যমন্দির, উম্মেশ্বরী মাতা এবং দেবকুণ্ডের পবিত্র ভূমিতে আমি শ্রদ্ধা জানাই! সকলকে শুভেচ্ছা জানাই! ভগবান সূর্যের কৃপা সকলের উপর বর্ষিত হোক!
বন্ধুগণ,
ঔরঙ্গাবাদের এই ভূমি অনেক স্বাধীনতা সংগ্রামীর জন্মস্থান। এটি 'বিহার বিভূতি' অনুগ্রহ নারায়ণ সিনহা জি-র মতো মহান ব্যক্তিত্বের জন্মভূমি। আজ, ঔরঙ্গাবাদের ভূমিতে বিহারের উন্নয়নের একটি নতুন অধ্যায় লেখা হচ্ছে। আজ, এখানে প্রায় ২১,৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি সড়ক পরিকাঠামো-সম্পর্কিত প্রকল্প, রেল পরিকাঠামো সম্পর্কিত কাজ এবং আধুনিক বিহারের দৃঢ় আভাস। আজ, এখানে আমস-দ্বারভাঙ্গা চার লেনের করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ, দানাপুর-বিহতা চার লেনের এলিভেটেড রোডের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। শেরপুর থেকে পাটনা রিং রোড পর্যন্ত দিঘোয়ারা অংশের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। এবং এটিই এনডিএ-র বৈশিষ্ট্য। আমরা কেবল কাজ শুরুই করি না, এটি সম্পূর্ণও করি এবং এটি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করি। এটি মোদীর গ্যারান্টি! ভোজপুর জেলায়ও আরা বাইপাস রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ, বিহার নমামি গঙ্গে অভিযানের আওতায় ১২টি প্রকল্পের উপহার পেয়েছে। আমি জানি যে বিহারের মানুষ, বিশেষ করে আমার ঔরঙ্গাবাদের ভাইবোনেরা, বনরস-কলকাতা এক্সপ্রেসওয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে, উত্তরপ্রদেশও মাত্র কয়েক ঘন্টা দূরে থাকবে এবং কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছানো সম্ভব হবে। এনডিএ এইভাবেই কাজ করে। বিহারে উন্নয়নের এই প্রবাহের জন্য আমি আপনাদের সকলকে, বিহারের জনগণকে অভিনন্দন জানাই।
বন্ধুরা,
আজ বিহারের মাটিতে আমার এই সফর নানা দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। মাত্র কয়েকদিন আগে, দেশ বিহারের গর্ব, কর্পুরী ঠাকুর জিকে ভারতরত্ন প্রদান করেছে। এই সম্মান সমগ্র বিহারের সম্মান! মাত্র কয়েকদিন আগে, অযোধ্যায় রাম লালার মহৎ মন্দিরের মহাপ্রয়াণ অনুষ্ঠিত হয়েছিল। রাম লালা এখন অযোধ্যায় বসবাস করেন, তাই মাতা সীতার ভূমিতে সবচেয়ে বড় আনন্দ উদযাপিত হবে এটাই স্বাভাবিক। রাম লালার পবিত্রতা উদযাপনের সময় বিহার যে আনন্দ ও উৎসব উপভোগ করেছিল, বিহারের মানুষ যেভাবে উদযাপন করেছিল এবং রাম লালার কাছে যে উপহার পাঠিয়েছিল, আমি এখানে আপনাদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে এসেছি। এর পাশাপাশি, বিহার আবারও ডাবল ইঞ্জিন উন্নয়নের গতি বাড়িয়েছে। অতএব, বিহার বর্তমানে কেবল উৎসাহীই নয়, আত্মবিশ্বাসেও ভরপুর। আমি এই উৎসাহ আমার সামনে দেখতে পাচ্ছি। এত বিপুল সংখ্যক মা, বোন, যুবক, এবং আমার চোখ নাগাল পর্যন্ত, আপনারা সকলেই আমাকে এত উৎসাহ ও উত্তেজনায় আশীর্বাদ করতে এখানে এসেছেন। যারা বিহার লুট করার স্বপ্ন দেখে, তাদের মধ্যে তোমার মুখের উজ্জ্বলতা আতঙ্কের সৃষ্টি করছে।
বন্ধুরা,
বিহারে এনডিএ শক্তিশালী হওয়ার পর থেকে পরিবারতন্ত্রের রাজনীতি পটভূমিতে বিলীন হতে শুরু করেছে। পরিবারতন্ত্রের রাজনীতির আরেকটি বিড়ম্বনা রয়েছে। বাবা-মায়ের কাছ থেকে দল এবং ক্ষমতার উত্তরাধিকার নিশ্চিত করা হয়েছে, বাবা-মায়ের সরকারের কাজ একবারের জন্যও উল্লেখ করার সাহস নেই। পরিবারতন্ত্রের এই অবস্থা। আমি শুনেছি যে তাঁদের বিশিষ্ট নেতারাও এবার বিহারে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নন। আমি সংসদে বলেছিলাম যে তাঁরা সবাই পালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাঁরা এখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তাঁরা রাজ্যসভার আসন খুঁজছে। মানুষ তাঁদের সমর্থন করতে প্রস্তুত নয়। এবং এটি আপনার আস্থা, উৎসাহ এবং দৃঢ়তার শক্তি। মোদী এই আস্থার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানাতে এসেছে।
বন্ধুরা,
একদিনের মধ্যে ব্যাপক উন্নয়ন আন্দোলন প্রমাণ করে যে ডাবল ইঞ্জিন সরকারে কত দ্রুত পরিবর্তন ঘটে! আজ, রাস্তাঘাট এবং মহাসড়ক সম্পর্কিত প্রকল্পগুলি বিহারের অনেক জেলার চিত্র বদলে দিতে চলেছে। গয়া, জেহানাবাদ, নালন্দা, পাটনা, বৈশালী, সমস্তিপুর এবং দ্বারভাঙ্গার মানুষ অভূতপূর্ব আধুনিক পরিবহন ব্যবস্থার অভিজ্ঞতা লাভ করবে। একইভাবে, বোধগয়া, বিষ্ণুপদ, রাজগীর, নালন্দা, বৈশালী, পাওয়াপুরী এবং পোখরের মানুষদের জন্য জেহানাবাদের নাগার্জুনের গুহায় পৌঁছানো সুবিধাজনক হবে। বিহারের সমস্ত শহরে তীর্থযাত্রা এবং পর্যটনের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে। দ্বারভাঙ্গা এবং বিহতার নতুন বিমানবন্দরগুলিও এই নতুন সড়ক পরিকাঠামোর সাথে সংযুক্ত করা হবে, যার ফলে বাইরে থেকে আসা মানুষদের জন্য এটি সহজ হবে।
বন্ধুরা,
একটা সময় ছিল যখন বিহারের মানুষ তাদের নিজের ঘর থেকে বের হতে ভয় পেত। এখন, এমন সময় যখন বিহারে পর্যটনের সুযোগ তৈরি হচ্ছে। বিহারে বন্দে ভারত এবং অমৃত ভারতের মতো আধুনিক ট্রেন রয়েছে, অমৃত স্টেশনগুলির উন্নয়ন চলছে। প্রাচীনকালে, বিহারকে অশান্তি, নিরাপত্তাহীনতা এবং সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেওয়া হত। বিহারের যুবকদের রাজ্য ছেড়ে পালাতে হত। আর এখন এমন সময় যখন আমরা তরুণদের দক্ষতা বিকাশ করছি, তাদের ক্ষমতা বৃদ্ধি করছি। বিহারের হস্তশিল্পের প্রচারের জন্য আমরা ২০০ কোটি টাকা ব্যয়ে একতা মলের ভিত্তি স্থাপন করেছি। এটি নতুন বিহারের নতুন দিকনির্দেশনা। এটি বিহারের ইতিবাচক চিন্তাভাবনা। এটি একটি গ্যারান্টি যে আমরা বিহারকে পুরানো দিনে ফিরে যেতে দেব না।
বন্ধুরা,
বিহারের দরিদ্ররা যখন এগিয়ে যাবে তখন বিহারও এগিয়ে যাবে। অতএব, আমাদের সরকার দেশের প্রতিটি দরিদ্র, উপজাতি, দলিত এবং প্রান্তিক ব্যক্তির সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারে প্রায় ৯ কোটি সুবিধাভোগী প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার সুবিধা পাচ্ছেন। বিহারে উজ্জ্বলা প্রকল্পের আওতায় এক কোটিরও বেশি মহিলাকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। বিহারের প্রায় ৯০ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে উপকৃত হচ্ছেন। এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২২,০০০ কোটি টাকারও বেশি টাকা স্থানান্তর করা হয়েছে। ৫ বছর আগে পর্যন্ত, বিহারের গ্রামের মাত্র ২% বাড়িতে পাইপলাইনের জলের সুবিধা ছিল। আজ, এখানকার ৯০% এরও বেশি বাড়িতে পাইপলাইনের জল পৌঁছেছে। বিহারের ৮০ লক্ষেরও বেশি আয়ুষ্মান কার্ডধারীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের সরকার কয়েক দশক ধরে স্থগিত থাকা উত্তর কোয়েল জলাধার প্রকল্পটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জলাধারের মাধ্যমে, বিহার এবং ঝাড়খণ্ডের চারটি জেলার এক লক্ষ হেক্টর কৃষিজমিতে সেচের জন্য জল পাওয়া যাবে।
বন্ধুরা,
বিহারের উন্নয়ন মোদীর গ্যারান্টি। বিহারে শান্তি ও আইনশৃঙ্খলা পুনরুদ্ধার মোদীর গ্যারান্টি। বিহারে বোন ও কন্যাদের অধিকার নিশ্চিত করা মোদীর গ্যারান্টি। তৃতীয় মেয়াদে, আমাদের সরকার এই গ্যারান্টিগুলি পূরণ করতে এবং বিহারকে সমৃদ্ধ করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনাদের সকলকে অভিনন্দন। আজ উন্নয়নের উদযাপন চলছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের মোবাইল ফোন বের করুন, টর্চলাইট জ্বালান এবং উন্নয়নের এই উৎসব উদযাপন করুন। যাঁরা দূরে আছেন তাঁদেরও এটি করা উচিত। সকলেরই তাঁদের মোবাইল ফোন বের করে উন্নয়নের এই উৎসব উদযাপন করা উচিত। আমার সাথে বলুন -
ভারত মাতা কি - জয়!
ভারত মাতা কি - জয়!
ভারত মাতা কি - জয়!
ভারত মাতা কি - জয়!
আপনাকে অনেক ধন্যবাদ।
এটি প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ। মূল ভাষণটি হিন্দিতে দেওয়া হয়েছিল।
SSS/SB/NS…
(रिलीज़ आईडी: 2177364)
आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam