অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

ব্যবসার স্বাচ্ছন্দ্যে গতি আনতে আইএফএসসি কোড নিবন্ধীকরণে পদ্ধতিভিত্তিক স্বয়ংক্রিয় অনুমোদনের ব্যবস্থা চালু করেছে সিবিআইসি

Posted On: 07 OCT 2025 4:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ অক্টোবর, ২০২৫

 

শুল্ক পদ্ধতির সরলীকরণ এবং ব্যবসার সুযোগ সম্প্রসারণে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)। তারা ব্যবসার স্বাচ্ছন্দ্যে গতি আনতে আইএফএসসি কোড নিবন্ধীকরণে পদ্ধতিভিত্তিক স্বয়ংক্রিয় অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। 

নতুন এই উদ্যোগে সুবিধাপ্রাপকদের নির্দিষ্ট ব্যাঙ্ক আমানত এবং আইএফএসসি কোড নির্দিষ্ট আমদানি ও রপ্তানিকারী কোড (আইইসি)-র জন্য আবেদনের অনুরোধ স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে এবং শুল্ক সংগ্রহের সমস্ত স্থানগুলিতে তার উল্লেখ থাকবে। অর্থাৎ এক স্থানে যা অনুমোদিত হয়েছে অন্য জায়গাগুলিতেও তা অনুরূপভাবে অনুমোদন পাবে। এর ফলে, বন্দরের আধিকারিকের নিজস্ব হস্তক্ষেপের আর প্রয়োজন পড়বে না।  

শুল্ক স্বয়ংক্রিয় ব্যবস্থায় রপ্তানিকারী ঘোষিত তথ্যাদির ভিত্তিতে তিনি তাঁর ব্যাঙ্ক আমানতে রপ্তানি সংক্রান্ত যে সুবিধা পাওয়ার তা পাবেন। আইসিইজিএটিই-এ রপ্তানিকারীদের ইতিমধ্যেই অনুমোদিত ডিলার কোডের অনলাইন নিবন্ধীকরণের সুযোগ রয়েছে। সুবিধা প্রাপক ব্যাঙ্ক আমানতের লিঙ্ক এবং আইএফএসসি কোডের রপ্তানিকারী আমদানিকারী কোডের অধীন অনুমোদন প্রত্যেকটি বন্দর এলাকায় শুল্ক অফিসারের অনুমোদনের ভিত্তিতে হয়ে থাকে। এতে আবেদন মঞ্জুর দীর্ঘায়িত হয় এবং ব্যাঙ্ক আমানত সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। 
সিবিআইসি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ব্যবস্থার পদ্ধতিগত সরলীকরণ করেছে। এতে বিনিময় খরচ যেমন কমবে তার পাশাপাশি, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যবসার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। তার কারণ, শুল্ক ব্যবস্থা তাদের কাজের সহায়ক হয়ে উঠবে।  

 
*****

SSS/ AB/SG


(Release ID: 2175934) Visitor Counter : 5