প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাটের আমরেলিতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
Posted On:
28 OCT 2024 10:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অক্টোবর ২০২৪
ভারতমাতার জয়!
ভারতমাতার জয়!
গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য দেবরতজী, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলজী, আমার মন্ত্রিসভার সহকর্মী সি আর পাতিলজী, আমার গুজরাটের ভাই ও বোনেরা, বিশেষত আমরেলির ভাই-বোনেরা।
দিওয়ালি ও ধনতেরাস প্রায় দোরগোড়ায়। এখন উৎসব উদযাপনের সময়। একদিকে আমাদের সংস্কৃতির উদযাপন, অন্যদিকে ভারতের নতুন প্রতীক ‘বিকাশ’ (অগ্রগতি)-এর উদযাপন। গুজরাটের উন্নয়নের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি প্রকল্পের আজ আমি শিলান্যাস ও উদ্বোধন করেছি। এই প্রকল্পগুলি কৃষকের কল্যাণ, কৃষির সমৃদ্ধি এবং আমাদের তরুণদের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত।
বন্ধুগণ,
গুজরাটের বিজেপি সরকার শুরু থেকেই জলকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আসছে। নর্মদার সঙ্গে আমাদের ২০টি নদী যুক্ত রয়েছে। জল সংরক্ষণের জন্য আমরা নদীর ধারে ছোট ছোট পুকুর তৈরির সিদ্ধান্ত নিই। গুজরাট, সৌরাষ্ট্র বা কচ্ছের মানুষ জলের গুরুত্ব কী, তা ভালো করেই জানেন। আমরা প্রথম জলশক্তি মন্ত্রক তৈরি করি। আমাদের প্রয়াসের ফলে নর্মদার জল এখন প্রতিটি গ্রামে পৌঁছচ্ছে।
বন্ধুগণ,
আমাদের নদীগুলির নাব্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। তাই, আমাদের বাঁধ বা ব্যারেজ তৈরি করতে হবে। গুজরাটের মানুষ মনে-প্রাণে জল সংরক্ষণকে বরণ করে নিয়েছেন। এর ফলে, পানীয় জলের গুণগত মানের উন্নতি ঘটেছে। আজ যে সব প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হল, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। প্রায় ১,৩০০টি গ্রাম এবং ৩৫টির বেশি শহরের মানুষ এর আওতায় আসবেন। আমরেলি, রাজকোট, জুনাগড়, পোরবন্দর-সহ বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন অতিরিক্ত ৩০ কোটি লিটার জল পাবেন। এই প্রকল্প থেকে ১০০টির বেশি গ্রাম সরাসরি উপকৃত হবে।
বন্ধুগণ,
আমরা গ্রামগুলিতে ‘অমৃত সরোবর’ তৈরির পরিকল্পনা নিয়েছি। আমাদের লক্ষ্য হল, প্রতিটি জেলায় ৭৫টি করে সরোবর তৈরি করা। এ পর্যন্ত প্রায় ৭৫ হাজারটি এ ধরনের প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ৬০ হাজারের বেশি সরোবরের কাজ শেষ হয়ে গিয়েছে। জলের সহজলভ্যতা কৃষিকাজকে সহজ করে তুলেছে। আমাদের লক্ষ্য হল, ‘আরও জলের বিন্দু, আরও ফসল’। আমরেলিতে ডেয়ারি শিল্প দ্রুতগতিতে এগোচ্ছে। আমার মনে পড়ছে, ২০০৭-এ যখন অমর ডেয়ারি চালু করা হয়, তখন সমবায় সমিতির সংখ্যা ছিল মাত্র ২৫টি। আজ ৭০০টির বেশি গ্রাম এতে যোগ দিয়েছে এবং প্রতিদিন ১.২৫ লক্ষ লিটার দুধ সংগৃহীত হচ্ছে, যা দুগ্ধক্ষেত্রে বিপ্লবের বার্তা দিচ্ছে।
বন্ধুগণ,
মধু উৎপাদনের ওপরও আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যাতে কৃষকরা আরও উপার্জন করতে পারেন। ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় প্রচুর বৃক্ষ রোপণ করা হচ্ছে। এই প্রচারাভিযানের সঙ্গে প্রত্যেকে যুক্ত হচ্ছেন। পরিবেশের সঙ্গে যুক্ত অন্য একটি উল্লেখযোগ্য কাজ হল, বিদ্যুতের বিল কমানো বা শুল্কমুক্ত করা। সেজন্য পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা চালু করা হয়েছে। এতে বিভিন্ন পরিবার বছরে ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে। এই উদ্যোগে ১.৫ কোটি পরিবার নাম নথিভুক্ত করেছে। গুজরাটে এখন ২ লক্ষের বেশি বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে। অন্যদিকে, বাড়তি বিদ্যুৎ বিক্রি করা সম্ভব হচ্ছে।
বন্ধুগণ,
জলের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবেশও। আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হই, তখন এই রাজ্যকে বিশ্ব মানচিত্রে আনার উদ্যোগ নিই। আজ আমরা বিশ্বের বৃহত্তম সামুদ্রিক মিউজিয়াম গড়ে তুলছি। আমাদের লক্ষ্য হল, ভারতের সামুদ্রিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা। গুজরাটের সবক’টি বন্দরকে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত করার লক্ষ্য স্থির করেছি আমরা। অন্যদিকে, আবাসন, বিদ্যুৎ, রেল, সড়ক, গ্যাস পাইপলাইন, টেলি-যোগাযোগ, অপটিক্যাল ফাইবার এবং হাসপাতালের মতো পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টা চালাচ্ছি আমরা। জামনগর থেকে অমৃতসর-ভাতিন্ডা আর্থিক করিডর গড়ে তোলার কাজ চলছে। এর ফলে, গুজরাট থেকে পাঞ্জাব পর্যন্ত ছড়িয়ে থাকা বিভিন্ন রাজ্য উপকৃত হবে। পাশাপাশি, এই রুট ধরে বড় আর্থিক অঞ্চলও গড়ে তোলা হচ্ছে।
বন্ধুগণ,
ভারত যত উন্নত হচ্ছে, বিশ্বে তার গর্ব তত বাড়ছে। গোটা বিশ্ব আজ নতুন আশা, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের দিকে তাকাচ্ছে। মানুষ ভারতের সম্ভাবনাকে স্বীকৃতি দিতে শুরু করেছে। গোটা বিশ্ব আজ ভারতের কথা শুনছে। আগে জার্মানি বছরে ২০ হাজার ভিসা দিত, এখন ঐ দেশ প্রতি বছর ৯০ হাজার ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে। এটি আমাদের তরুণদের সামনে বড় সুযোগ এনে দিয়েছে। স্পেন ভারতে প্রচুর বিনিয়োগের পরিকল্পনা করছে। আমি যখন গুজরাটের সেবা করার সুযোগ পেয়েছিলাম, তখন আমার মিশন ছিল গুজরাট এবং ভারত, উভয়ের উন্নয়নকেই এগিয়ে নিয়ে যাওয়া। আমার ভাবনা ছিল, গুজরাটের অগ্রগতি ভারতের অগ্রগতিকে পথ দেখাবে।
বন্ধুগণ,
আজ অনেকদিন পর আমি আমার পরিচিত মুখগুলিকে আবার দেখতে পাচ্ছি। প্রত্যেকের হাসিমুখ দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই।
আমার সঙ্গে বলুন :
ভারতমাতার জয়!
ভারতমাতার জয়!
ভারতমাতার জয়!
ধন্যবাদ বন্ধুরা।
(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন গুজরাটি ভাষায়)
SSS/MP/DM.
(Release ID: 2175793)
Visitor Counter : 3
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam