শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সামাজিক সুরক্ষাকে এগিয়ে নিয়ে যেতে মোদী সরকারের প্রয়াসের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ আইএসএসএ সম্মান ২০২৫-এ সম্মানিত করা হল ভারতকে

प्रविष्टि तिथि: 03 OCT 2025 10:50AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ অক্টোবর ২০২৫

 

কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য বলেছেন, দেশের যে ৯৪ কোটি মানুষকে সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে আসা হয়েছে, আন্তর্জাতিক শ্রম সংগঠন তাকে স্বীকৃত দিয়েছে। ২০১৫ সালে সামাজিক সুরক্ষার আওতাধীন মানুষের সংখ্যা যেখানে ছিল ১৯ শতাংশ, ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৩ শতাংশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বিশ্ব সামাজিক সুরক্ষা ফোরাম (ডব্লিউএসএসএফ), ২০২৫-এ মঞ্চে সামাজিক সুরক্ষা প্রশ্নে ভারতের এই সাফল্যের কথা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। সামাজিক সুরক্ষায় অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতকে ‘ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন (আইএসএসএ) অ্যাওয়ার্ড, ২০২৫’ প্রদান করা হয়। 

সামাজিক সুরক্ষা কভারেজের অতিরিক্ত আইএসএসএ-এর সাধারণ সভায় ভারতের ভোটাধিকারের সংখ্যা পৌঁছেছে ৩০-এ। যে কোনও দেশের জন্য এটি সর্বোচ্চ ভোট। 

ভারত সরকারের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করে ডঃ মাণ্ডব্য বলেন, এই পুরস্কার আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শীতার সাক্ষ্যস্বরূপ। অন্ত্যোদয়ের পথ তিনি দেখিয়েছেন। অন্তর্ভুক্তিমূলক এবং সার্বিক সামাজিক সুরক্ষার লক্ষ্যে একেবারে প্রান্তবর্তী মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে এই যাত্রাপথ অনন্য মাত্রা পেয়েছে। 

ত্রিবার্ষিক এই পুরস্কার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় ভারতের অসাধারণ অগ্রগতিকে বিশ্বস্তরে স্বীকৃতি দিয়েছে। ১৬৩টি দেশের ১,২০০-রও বেশি সামাজিক সুরক্ষা নীতি-নির্দেশককে যুক্ত করে এক প্রথম সারির সম্মেলন হল এই ডব্লিউএসএসএফ। এই পুরস্কার চালুর পর থেকে পঞ্চম দেশ হিসেবে ভারতের এই স্বীকৃতি লাভ বিশ্বের প্রথম সারির দেশগুলির তালিকায় ভারতকে যুক্ত করে দিল।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, একেবারে প্রান্তিক মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দিতে ভারতে ডিজিটাল জন-পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি ই-শ্রম পোর্টালের উল্লেখ করেন যা অসংগঠিত ক্ষেত্রের ৩১ কোটি কর্মীকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। 

ন্যাশনাল কেরিয়ার সার্ভিস (এনসিএস) পোর্টাল কর্মপ্রার্থী এবং কর্মদাতাদের অভিন্ন মঞ্চে নিয়ে এসেছে। দক্ষ কর্মীর মৌলিক ডেটাবেস হিসেবে এনসিএস আজ স্বীকৃত এবং তাকে ই-শ্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

এর আগে ওয়ার্ল্ড সোশ্যাল সিকিউরিটি সামিটের প্লেনারি সেশনে ডঃ মনসুখ মাণ্ডব্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) এবং এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-কে ভারতের দুটি প্রথম সারির সামাজিক সুরক্ষা সংগঠন হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে দেশের কর্মীগোষ্ঠীর কাছে স্বাস্থ্য পরিষেবা, বীমা এবং পেনশন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। 

শ্রম বাজারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক সুরক্ষার সঙ্গে প্রযুক্তির সদ্ব্যবহার ঘটানোর প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের সামাজিক সুরক্ষা ক্ষেত্রকে সর্বাত্মক নীতি এবং ডিজিটাল সংস্কারের মাধ্যমে সুসংহত করে তোলা হয়েছে। নতুন উপার্জনের সুযোগ গড়ে তুলতে ভারত প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে যার সঙ্গে যুক্ত করা হচ্ছে সামাজিক সুরক্ষাকেও। আর্থিক সুবিধা, দক্ষতার প্রসার, স্বনিযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনকে সংযুক্ত করতে এক সার্বিক অভিমুখ গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যৎ গড়ে তুলতে এবং বিশ্বের যুবশক্তির অনুপ্রেরণায় ভারত অগ্রণী ভূমিকা পালন করছে বলে ডঃ মাণ্ডব্য জানিয়েছেন।

 

SC/AB/DM...


(रिलीज़ आईडी: 2174445) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Kannada , Malayalam