কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

বায়োমেডিকেল রিসার্চ কেরিয়ার কর্মসূচির তৃতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 01 OCT 2025 3:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বায়োমেডিকেল রিসার্চ কেরিয়ার কর্মসূচির তৃতীয় পর্যায়ের মেয়াদ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। এই কর্মসূচি জৈবপ্রযুক্তি দপ্তর এবং ব্রিটেনের ওয়েলকাম ট্রাস্টের অংশীদারিত্বের ভিত্তিতে রূপায়িত হচ্ছে। ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ পর্যন্ত এর মেয়াদ থাকলেও তা বাড়িয়ে ২০৩৭-৩৮ পর্যন্ত করা হয়েছে। এজন্য খরচ ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। জৈবপ্রযুক্তি দপ্তর ১,০০০ কোটি টাকা এবং ব্রিটেনের ওয়েলকাম ট্রাস্ট ৫০০ কোটি টাকা দেবে। 

 

জৈবপ্রযুক্তি দপ্তর বিকশিত ভারত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছে। এর আওতায় জৈব ও চিকিৎসা গবেষণা খাতে বৈজ্ঞানিক প্রতিভার পৃষ্ঠপোষকতা এবং উদ্ভাবনায় জোর দেওয়া হচ্ছে। বিশ্বমানের জৈবপ্রযুক্তি ও ঔষধ সংক্রান্ত গবেষণার পরিসর নিশ্চিত করা এর অন্যতম লক্ষ্য। 

 

বায়োমেডিকেল রিসার্চ কেরিয়ার কর্মসূচির সূচনা হয় ২০০৮-০৯ সালে। কর্মসূচিটির তৃতীয় পর্যায়ে নবীন গবেষকদের সহায়তা, তাঁদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যাবতীয় ব্যবস্থাপনা তৈরি করা এবং মূল বিষয়গুলিতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে। 

 

দু’হাজার শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রয়েছে। মহিলা গবেষকদের সহায়তার দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। 

 

এই কর্মসূচির প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের সুবাদে জৈব-বিজ্ঞান ও ওষধুপত্র সংক্রান্ত ক্ষেত্রে আন্তর্জাতিক আঙিনায় ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। তৃতীয় পর্বে সেই ধারাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। 

 

 

SC/AC/DM


(Release ID: 2173727) Visitor Counter : 10