প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর প্রধানমন্ত্রীর

Posted On: 26 SEP 2025 8:58PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭ সেপ্টেম্বর ওড়িশা সফর করবেন। সকাল ১১.৩০ নাগাদ ঝারসুগুদায় তিনি ৬০,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি টেলিযোগাযোগ, রেল, উচ্চশিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, দক্ষতা উন্নয়ন, গ্রামীণ আবাসন সহ অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত। স্বদেশী প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে টেলিযোগাযোগ ক্ষেত্রে ৩৭,০০০ কোটি টাকার ৯৭,৫০০টির বেশি ৪জি মোবাইল টাওয়ারের কাজের সূচনা করবেন তিনি। এর মধ্যে ৯২,৬০০টির বেশি বিএসএনএল ৪জি প্রযুক্তির টাওয়ার রয়েছে। এই টাওয়ারগুলি সৌরশক্তি চালিত। 

সম্বলপুর-সরলা এলাকায় একটি রেল ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ৮টি আইআইটি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এগুলি হল, তিরুপতি, পালাক্কাড়, ভিলাই, জম্মু, ধারওয়ার, যোধপুর, পাটনা এবং ইন্দোর। ১১,০০০ কোটি টাকার এই প্রকল্পে আগামী ৪ বছরে ১০,০০০ নতুন শিক্ষার্থী পড়াশানোর সুযোগ পাবেন।

সম্বলপুর এবং বেরহামপুরে ওয়ার্ল্ড স্কিল সেন্টারে কাজেরও সূচনা করবেন তিনি। এর সঙ্গে যুক্ত রয়েছে কৃষি প্রযুক্তি, অচিরাচরিত শক্তি, সামুদ্রিক এবং আতিথেয়তা ক্ষেত্র। ২৫টি আইআইটি-কে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। 

অন্ত্যোদয় গৃহ যোজনায় ৫০,০০০ সুবিধাপ্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। এই প্রকল্পে সুবিধাপ্রাপকদের মধ্যে রয়েছেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, বিধবা, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার মানুষজন সহ অত্যন্ত গরিব পরিবারের লোকজন। 

 

SC/MP/NS


(Release ID: 2172148) Visitor Counter : 6