রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি

Posted On: 26 SEP 2025 12:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 


রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ সালের জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার প্রদান করলেন। 

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মানব সভ্যতার বিকাশে বরাবরই খনিজ সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভূস্তরে থাকা খনিজ ব্যবসা-বাণিজ্য এবং শিল্পের ভিত্তি। প্রস্তুর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ সহ গুরুত্বপূর্ণ নানা অধ্যায়ের নামকরণ হয়েছে খনিজ পদার্থের ভিত্তিতে। লোহা এবং কয়লা ছাড়া শিল্পায়ন কোনোভাবেই সম্ভব হতো না। 

খনি শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার কথাও উঠে আসে রাষ্ট্রপতির ভাষণে। এপ্রসঙ্গে তিনি বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদার ঘর ছাড়া হওয়া, অরণ্য আচ্ছাদনের হ্রাস এবং জল ও বায়ু দূষণের প্রসঙ্গ তোলেন। এই নেতিবাচক বিষয়ের মোকাবিলায় উপযুক্ত নিয়ন্ত্রণবিধি অনুসরণের কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশের তিন দিক সমুদ্রবেষ্টিত। এই সমুদ্রের গভীরে রয়েছে গুরুত্বপূর্ণ নানা খনিজের বিপুল সম্ভার – যা দেশের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এইসব খনিজ সম্পদ উত্তোলনের সহায়ক দক্ষ প্রযুক্তির বিকাশ সমুদ্রতলের সম্পদ পরিবেশবান্ধব পন্থায় আহরণের কাজ সম্ভব করে তুলতে পারে।

রাষ্ট্রপতি বলেন, ভূবিজ্ঞানীদের ভূমিকা শুধুমাত্র খনি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। পরিবেশ সংরক্ষণ এবং অপচয় হ্রাসের দায়িত্বও তাদের উপর বর্তায়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবেশবান্ধব পন্থা গ্রহণে খনি মন্ত্রক যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয় বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। 

রেয়ার আর্থ মৌল আধুনিক প্রযুক্তির ভিত্তি বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতকে এই ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠতেই হবে বলে বার্তা দেন তিনি। দেশের উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, কম পাওয়া যায় বলেই রেয়ার আর্থ এলিমেন্টসকে রেয়ার বা দুর্লভ বলা হয় না, এমন নামের কারণ হল প্রক্রিয়াকরণের মাধ্যমে এদের ব্যবহারযোগ্য করে তোলার বিষয়টি জটিল। সেই প্রযুক্তির ক্ষেত্রে দেশকে এগিয়ে যেতেই হবে।

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন – 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/sep/doc2025926648001.pdf

 

SC/AC/SKD


(Release ID: 2171882) Visitor Counter : 7