তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথ্য ও সম্প্রচার মন্ত্রক তার মূল সচিবালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দপ্তরগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মক্ষেত্রে দক্ষতা এবং বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে ২ থেকে ৩১ অক্টোবর বিশেষ অভিযান ৫.০ বাস্তবায়িত করবে

Posted On: 19 SEP 2025 3:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

 


তথ্য ও সম্প্রচার মন্ত্রক তার মূল সচিবালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা দপ্তরগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, কর্মক্ষেত্রে দক্ষতা এবং বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার উদ্দেশ্যে ২ থেকে ৩১ অক্টোবর বিশেষ অভিযান ৫.০ বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশেষ অভিযান ৫.০ –এর প্রস্তুতি উপলক্ষ্যে মূল সচিবালয় সহ সমস্ত দপ্তরে এই অভিযানকে সফল করার জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বকেয়া বিভিন্ন কাজ চিহ্নিত করা ছাড়াও দপ্তরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অব্যবহৃত জিনিসপত্র বাতিল, বৈদ্যুতিন বর্জ্য অপসারণ এবং দপ্তরগুলির সৌন্দর্যায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য নোডাল অফিসার মনোনীত করা হয়েছে। 

মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু ১২ সেপ্টেম্বর এই অভিযানের প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা বৈঠক করেছেন। তিনি বর্তমান বছরে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। পূর্ববর্তী বছরগুলি থেকেও এবছরে মন্ত্রক এই অভিযানকে সফল করে তুলতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বিভিন্ন বকেয়া সমস্যা নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা ছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ববর্তী বছরগুলির অভিজ্ঞতা নিরিখে বলা যায়, এই উদ্যোগের ফলে অতিরিক্ত রাজস্ব আদায় হবে এবং অনেক জায়গাকে জঞ্জাল মুক্ত করা যাবে।

২০২১ সালে এই বিশেষ অভিযানের সূচনা হয়। সেই সময় থেকে এ পর্যন্ত এই অভিযানের ফলে ৩৩ কোটি ৩৯ লক্ষ টাকা আয় হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ লক্ষ ২৬ হাজার কিলোগ্রাম জঞ্জাল সাফাইয়ের পাশাপাশি ১২ লক্ষ ৯০ হাজার বর্গফুট অঞ্চল নতুন করে ব্যবহারযোগ্য করে তোলা গেছে। এছাড়াও ১ লক্ষ ৬৯ হাজার ফাইল বাতিল করা সম্ভব হয়েছে। বিশেষ অভিযান ২.০ থেকে এবছরের আগস্ট মাস পর্যন্ত মোট ৪ হাজার ৯৪৮টি অভিযান সংগঠিত হয়েছে। এর ফলে, ১২ হাজার ৬০৫টি জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা গেছে। 

 


SC/CB/SKD


(Release ID: 2168580)