অর্থমন্ত্রক
এনপিএস-এর আওতায় থাকা যোগ্য কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য ইউপিএস বেছে নেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৫
Posted On:
18 SEP 2025 1:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নির্দিষ্ট শর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস থেকে এনপিএসে এককালীন, পরিবর্তনের সুবিধা দেওয়া হয়েছে।
ভারত সরকারের অর্থ মন্ত্রক, ২৪.০১.২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নং এফ. নং এফএক্স ১/৩/২০২৪ পিআর-এর মাধ্যমে যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) ঘোষণা করেছে। আর্থিক পরিষেবা বিভাগ (ডিএফএস) জোর দিয়ে বলছে যে এনপিএস-এর আওতায় থাকা যোগ্য কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য ইউপিএস বেছে নেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৫। সমস্ত যোগ্য কর্মচারীদের শেষ মুহূর্তের অসুবিধা এড়াতে এবং সময়মত প্রক্রিয়াকরণ নিশ্চিত করতে জন্য সময়সীমার অনেক আগেই তাদের বিকল্পটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কর্মচারীরা এনপিএস-এ থাকতে চান তারা এই নির্দ্দিষ্ট তারিখের পরে ইউ পি এস বেছে নিতে পারবেন না।
ক. ডিএফএস ২৫.০৮.২০২৫ তারিখে একটি অফিস স্মারকলিপি নং ১/৩/২০২৪-পিআর জারি করেছে, যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এককালীন, একমুখী পরিবর্তনের সুবিধা প্রদান করেছে। যারা ইতিমধ্যে ইউপিএস বেছে নিয়েছেন, তাদের নির্দিষ্ট শর্তে জাতীয় পেনশন ব্যবস্থায় (এনপিএস) ফিরে যেতে সাহায্য করবে:
খ. ইউপিএস-এর আওতায় যোগ্য কর্মীরা শুধুমাত্র একবার এনপিএস-এ পরিবর্তন করতে পারবেন, এবং এরপর ইউপিএস-এ ফিরে যেতে পারবেন না।
এই পরিবর্তনটি অবশ্যই অবসর গ্রহণের কমপক্ষে এক বছর আগে অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণের তিন মাস আগে, ( যেটি আগে হয়) প্রয়োগ করতে হবে।
গ. অপসারণ, বরখাস্ত, বা শাস্তি হিসেবে বাধ্যতামূলক অবসর গ্রহণের ক্ষেত্রে, অথবা যেখানে শাস্তিমূলক ব্যবস্থা চলছে বা বিবেচনা করা হচ্ছে, সেখানে এই পরিবর্তনের সুবিধা অনুমোদিত হবে না।
ঘ. যারা নির্ধারিত সময়ের মধ্যে এই পরিবর্তন বেছে নেবেন না তারা ডিফল্টরূপে ইউপিএস-এর আওতায় থাকবেন।
যে কর্মচারী এনপিএস-এ থাকতে চান তারা ৩০শে সেপ্টেম্বর ২০২৫-এর পরে ইউপিএস বেছে নিতে পারবেন না।
এই উদ্যোগের লক্ষ্য হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা পরিকল্পনা করার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পছন্দ প্রদান করা।
SC/PM /NS…
(Release ID: 2168096)