প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফিডে মহিলাদের গ্র্যান্ড স্যুইস ২০২৫ জেতায় বৈশালী রমেশবাবুকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 16 SEP 2025 8:47AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফিডে মহিলাদের গ্র্যান্ড স্যুইস, ২০২৫ জেতায় বৈশালী রমেশবাবুকে অভিনন্দন জানিয়েছেন।

এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন : 

“অসাধারণ সাফল্য। বৈশালী রমেশবাবুকে অভিনন্দন। তাঁর আবেগ ও নিষ্ঠা দৃষ্টান্তস্বরূপ। তাঁর ভবিষ্যৎ প্রয়াসের জন্য আন্তরিক শুভেচ্ছা।”
@chessvaishali


SC/AB/DM.


(Release ID: 2167080) Visitor Counter : 2