স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আহমেদাবাদের নারাণপুরাতে ৮২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন
Posted On:
14 SEP 2025 8:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ আহমেদাবাদের নারাণপুরাতে ৮২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভিয়া, গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী হর্ষ সাংভি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে যখন এই স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব পাঠানো হয়, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন, একটি আন্তর্জাতিক মানের কমপ্লেক্স গড়ে তুলতে হবে। আজ বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সটিতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারেই আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স। সারা বিশ্বে যে কটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শুধুমাত্র খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেননি, পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন। ফলস্বরূপ, শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন পরিলক্ষিত হয়েছে।
২০১৪-১৫ অর্থবর্ষে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল ১,৬৪৩ কোটি টাকা। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ৫,৩০০ কোটি টাকায় পৌঁছেছে। আমেদাবাদে ২০২৯ সালে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস অনুষ্ঠিত হবে। ২০৩৬ সালের মধ্যে এই শহরে ১৩টি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ফলস্বরূপ এশিয়ার ক্রীড়া ক্ষেত্র হিসেবে আমেদাবাদ পরিচিতি পাবে। ২০৩৬ সালের অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব যাতে আমেদাবাদ শহরের ওপর বর্তায়, কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
SC/CB/NS
(Release ID: 2166738)